Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নগ্নছবি পোস্ট করায় ভারতে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা

| প্রকাশের সময় : ২৩ জুন, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : নগ্নছবি পোস্ট করার অভিযোগে ভারতের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ফেসবুকে ক্ষুদ্র জাতিসত্তার এক নারীর নগ্নছবি পোস্ট করার অভিযোগে ভারতের উত্তর প্রদেশের এ মুখ্যমন্ত্রীর নামে মামলাটি হয়। একই অভিযোগে অভিযুক্ত হয়েছেন আসামের বিজেপি সাংসদ রামপ্রসাদ শর্মাও।
গতকাল কলকাতার গণমাধ্যমে বলা হয়েছে, আসামের গুয়াহাটির মহকুমা বিচার বিভাগীয় বিচারকের আদালতে করা এই মামলায় বিচারক ক্ষুদ্র জাতিসত্তার ওই নারীর জবানবন্দি রেকর্ড করেছেন। ওই নারীর  প্রায় ১০ বছর আগের নগ্ন ছবি ফেসবুকে পোস্ট করা হয়।
ওই নারীর অভিযোগ, ২০০৭ সালের ২৪ নভেম্বর গুয়াহাটির বেলতলায় ‘আদিবাসী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব আসাম’-এর বিক্ষোভ চলাকালে তাকে নগ্ন করে নির্যাতন করা হয়। তিনি কোনো রাজনৈতিক দলের হয়ে আন্দোলনে যোগ দেননি। কিন্তু এসব বিষয় না জেনে ফেসবুকে তার ওই নগ্ন ছবি পোস্ট করেন আদিত্যনাথ ও রামপ্রসাদ শর্মা।
আসাম পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত ডিরেক্টর জেনারেল বলেছেন, ফেসবুকের যে অ্যাকাউন্ট থেকে ওই ছবি পোস্ট করা হয়েছিল, তা ভুয়া। আদিত্যনাথের নাম দিয়ে সেটি খোলা হয়েছিল।
বিজেপি সাংসদ রামপ্রসাদ শর্মা বলেছেন, ‘ওই নারীকে বিবস্ত্র করে নিগ্রহ করার ঘটনা ওই দিন ঘটেছিল। তিনি এখনো সুবিচার পাননি। আমি সোশ্যাল মিডিয়ায় ছবিটি এই জন্য শেয়ার করেছিলাম যেন সবাই ওই ঘটনার কথা জানতে পারেন। দোষীরা যেন শাস্তি পায়।’ সূত্র : ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ