প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন রিপোর্ট: কণা এবং ইমরান জুটিকে নিয়ে সংগীত পরিচালক শওকত আলী ইমন আগে অনেক গান করেছেন। এবারের ঈদে তারা আবারও এক হয়েছেন একটি বিশেষ গানে। কণা-ইমরানের সঙ্গে ইমনও কণ্ঠ দিয়েছেন গানটিতে। ‘আমি অবাক হয়ে যাই’ শিরোনামের বিশেষ এই গানটি লিখেছেন সাংবাদিক মাহমুদ মানজুর। যা বিশেষভাবে তৈরি হয়েছে বিটিভি’র ঈদ ম্যাগাজিন অনুষ্ঠান ‘পরিবর্তন’ এর জন্য।‘পরিবর্তন’ এর পরিকল্পক-উপস্থাপক আনজাম মাসুদ জানান, চমকে ভরা বিশেষ এই গানটিতে চমক রয়েছে আরও। গানটির সুর তৈরি করেছেন আরেক প্রতিভাবান কণ্ঠশিল্পী সুজন আরিফ এবং সংগীতায়োজন করেছেন আরফিন রুমি। এক গানে জনপ্রিয় এত মানুষের মেধার সম্মিলন এর আগে খুব একটা ঘটেনি। শওকত আলী ইমন বলেন, ‘সারাজীবন অন্যদের জন্য গান তৈরি করেছি। নিজের জন্য খুব বেশি গান তৈরির সময় পাইনি। নিজে সুরকার বলে অন্য সুরকারদের কাছেও কণ্ঠশিল্পীর মূল্যায়নটা পাইনি। তবে এই বিশেষ গানটিতে কণ্ঠশিল্পী হিসেবে অংশ নিতে পেরে দারুণ লেগেছে। গানটি অসাধারণ হয়েছে। আমরা সবাই প্রাণখুলে গেয়েছি। আরিফ আর রুমিও গানটির সুর-সংগীত অসাধারণ করেছে। অন্যের সুর-সংগীতে এটা আমার জীবনের প্রথম গান।’ এদিকে ইমরান বলেন, ‘কণা আপুর সঙ্গে নিয়মিত গাইছি। তবে এটা ভাবিনি কখনও, আমরা তিন জন একটি গানে কণ্ঠ দিবো। অসম্ভব ভালো একটি গান হয়েছে। দেশ প্রেমের একটা অসাধারণ গান। আমার বিশ্বাস গানটি শুধু ঈদে নয়, ১২ মাসই বাজবে মানুষের মনে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।