মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ইরাকের ৫০ লাখের বেশি শিশুর জরুরি সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ। গতকাল বৃহস্পতিবার সংস্থাটি জানায়, আইএসের সঙ্গে যুদ্ধ আধুনিক ইতিহাসের সবচেয়ে নৃশংস যুদ্ধে পরিণত হয়েছে। এক বিবৃতিতে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানায়, দইরাকজুড়ে শিশুরা ভয়াবহ পরিস্থিতিদের মধ্যে আছে। তাদের কাউকে হত্যা করা হচ্ছে, কেউ ভয়াবহ আহত হচ্ছে। অনেককেই অপহরণ করা হচ্ছে। মসুলে বসবাসরত পরিবারগুলোর পালিয়ে যাওয়ার অপরাধে প্রায়ই শিশুদের লক্ষ্য করে আইএস জঙ্গিরা। আন্তর্জাতিক সংস্থাগুলো জানায়, আইএস দখলকৃত মসুলে প্রায় ১ লাখ বেসামরিক আটকা পড়ে আছেন যাদের অর্ধেকই শিশু। ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত এক হাজারেরও বেশি শিশু নিহত হয়েছে। আহত হয়েছে ১১০০ এরও বেশি। ২০১৫ সালে মার্কিন সহায়তায় ইরাকি বাহিনী অভিযান চালানোর পর শহরের অনেকটা অংশই পুনরুদ্ধার করা হয়েছে। এখন মসুলে খুব অল্প এলাকাজুড়েই আইএসের নিয়ন্ত্রণ রয়েছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।