মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রস্তাবিত মেক্সিকো সীমান্ত প্রাচীরের সঙ্গে সোলার প্যানেল সংযুক্ত করতে চান। স্থানীয় সময় গত বুধবার আইওয়া রাজ্যে এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি তার সমর্থকদের উদ্দেশে নতুন এ পরিকল্পনার কথা জানান। ট্রাম্পের ভাষ্য, সোলার প্যানেল থেকে সস্তায় বিদ্যুৎ পাওয়া যাবে, যা থেকে আবার প্রাচীরের খরচ মেটানো সম্ভব হবে। এটি তার নিজের পরিকল্পনা বলে জানান ট্রাম্প। তিনি বলেন, সুন্দর পরিকল্পনা, তাই তো? ভালো তো? এটি আমরা পরিকল্পনা। ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় ট্রাম্প ওয়াদা করেছিলেন, ক্ষমতায় গেলে অবৈধ অভিবাসন ও মাদক চোরাচালান ঠেকাতে মেক্সিকো সীমান্তে প্রাচীর দেবেন তিনি। তখন তিনি বলেছিলেন, প্রাচীর নির্মাণের ব্যয় মেক্সিকো দেবে। কিন্তু মেক্সিকান প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো ট্রাম্পের এ আশায় গুড়ে বালি দিয়েছেন। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।