Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

রিজভীকে ‘পলিটিক্যাল লায়ার’ বললেন ওবায়দুল কাদের

ঈদে ঘরমুখো মানুষের যাত্রাপথ স্বস্তিদায়ক করতে প্রধানমন্ত্রী মনিটরিং করছেন

| প্রকাশের সময় : ২২ জুন, ২০১৭, ১২:০০ এএম


স্টাফ রিপোর্টার : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে রাজনৈতিক মিথ্যাবাদী বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পাহাড় ধসে দুর্গত মানুষদের দেখতে ও দলের পক্ষ থেকে ত্রাণ দিতে রাঙামাটি যাওয়ার পথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপর হামলার ঘটনায় রিজিভীর বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। গতকাল বুধবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রায় ঈদ উপলক্ষে হাইওয়ে পুলিশের কন্ট্রোল রুম উদ্বোধনকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। এসময় তিনি আরও বলেন, ঈদে ঘরমুখো মানুষদের যাত্রাপথ স্বস্তিদায়ক ও নিরাপদ করতে হবে। এ ব্যাপারে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও মনিটরিং করছেন।
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপি মহাসচিবের গাড়িবহরে হামলার জন্য বিএনপি আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্য হাছান মাহমুদকে দায়ী করছে। বিশেষ করে রিজভী আহমেদ বলে আসছেন, প্রধানমন্ত্রীর ‘উসকানিতে’ সন্ত্রাসীরা উৎসাহ পেয়ে বিএনপির গাড়ি বহরে হামলা চালিয়েছে।
রিজভীর বক্তব্যের প্রতি ইঙ্গিত করে কাদের বলেন, রিজভী হলো পলিটিক্যাল লায়ার। ওর কাজই হচ্ছে বসে বসে মিথ্যাচার করা। ওর সঙ্গে যত কম কথা বলা যায় ততই মঙ্গল। তিনি বলেন, সংসদ অধিবেশ চলছে। তারপরও আমি সেখানে না গিয়ে রাস্তায় আছি। কারণ ঈদে ঘরমুখো মানুষদের যাত্রাপথ স্বস্তিদায়ক ও নিরাপদ করতে হবে। এ ব্যাপারে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও মনিটরিং করছেন। জনগণের যাত্রাপথ স্বস্তিদায়ক করতে প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি রাস্তায় আছেন বলে জানান কাদের।
সড়কমন্ত্রী বলেন, আমরা আশা করছি, পরিবেশ খুব বেশি খারাপ না হলে ঘরমুখো মানুষকে স্বস্তি দিতে পারব। এমন প্রিপারেশন আমরা নিয়েছি। তাদের যাত্রা স্বস্তিদায়ক করতে প্রয়াস চালিয়ে যাচ্ছি। পথে জনদুর্ভোগ হলেও তা সহনীয় মাত্রায় রাখতে পারব। উল্টোপথে চালালে যানজট হয়, রাস্তায় গাড়ির লম্বা টেইল হয়। তাই চালকদের উল্টোপথে গাড়ি না চালানোর আহŸান জানান মন্ত্রী। ফিটনেসবিহীন গাড়ি রং লাগিয়ে রাস্তায় নামানো হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এসব ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ করতে হবে। ফিটনেসবিহীন গাড়ি হঠাৎ করে বন্ধ হয়ে রাস্তায় যানজট সৃষ্টি করে। এ ব্যাপারে সজাগ থাকতে হবে।
রাস্তায় যেখানে গর্ত ছিল তা মেরামত করা হয়েছে। তারপরও সড়ক-মহাসড়কে মেরামত কাজ অব্যাহত রয়েছে। এখন আর রাস্তায় পানি জমছে না বলে জানান মন্ত্রী। তিনি বলেন, আশা করছি, সারা বাংলাদেশে রাস্তাগুলো এখন ‘পাসএব্যল’ আছে, ‘ইউজএবল’ আছে।
গণমাধ্যমকর্মীদের উদ্দেশে কাদের বলেন, খারাপ রাস্তা, রাস্তায় দুর্ভোগ-এসব কথা বলে শুধু শুধু আতঙ্ক সৃষ্টি করা ঠিক হবে না। মিডিয়া যদি ওই কাজটি করে তবে ঘরমুখো মানুষ ভয় পাবে, আতঙ্কিত হবে। তাই গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে অনুরোধ জানান মন্ত্রী।
এ সময় হাইওয়ে পুলিশের ডিআইজি আতিকুর রহমান, সওজের ঢাকা বিভাগীয় তত্ত¡াবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, গাজীপুরের এসপি হারুন অর রশীদ, হাইওয়ে (গাজীপুর অঞ্চল) পুলিশ সুপার সফিকুল ইসলাম, গাজীপুর সওজের নির্বাহী প্রকৌশলী ডিএকেএম নাহিন রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।



 

Show all comments
  • নাইম ২২ জুন, ২০১৭, ১২:১১ পিএম says : 0
    তাহলে আপনি কী ???????????
    Total Reply(0) Reply
  • Md Fazlul Haque ২২ জুন, ২০১৭, ১২:৩৭ পিএম says : 0
    Thank you Minister.
    Total Reply(0) Reply
  • Nur- Muhammad ২২ জুন, ২০১৭, ১:০৮ পিএম says : 0
    জনাব কাদের, আপনার কাজ কর্ম প্রসংশনীয়। জনগণের জন্য শ্রম দিচ্ছেন। এটা সবসময় অটুট থাকুক। এমনটাই জনগণ চায়। রাজনীতিতে কেহ কেহ প্রকাশ্যে মিথ্যাচার করছে। মিথ্যাচারের সাথে সাথে জনগণের কাছে ধরা খাচ্ছে। তবু তারা নির্লজ্জ ভাবে মিথ্যা বলছে। সাবেক প্রধানমন্ত্রীকে অনৈতিকভাবে বাড়ীতে আটকায়ে রাখা হলো। বালি এবং ইটের ট্রাক দিয়ে প্রতিবন্ধকতার সৃষ্টি করা হলো। আর আপনার দলের কতিপয় মন্ত্রী ও নেতা বললো, খালেদা জিয়া নাকি বাড়ী মেরামতের জন্য ইট ও বালির ট্রাক আনছে। কত বড় মিথ্যাচার করলো? এটা একটু খেয়াল করুন ওবায়েদ ভাই। পাহাড় ধসের পর, আপনি অনেক বার বলছেন, বিএনপি র নেতারা ঐ খানে যায় না ক্ষতিগ্রহস্তদের খোজ খবর নেয় না। বিএনপি মহাসচিব যখন ঐ খানে যাচ্ছিল, তখন আপনাদের ক্যাডার বাহিনী কি অঘটন ঘটালো, মিডিয়ার কল্যাণে দেশবাসী দিবালোকের মত সব দেখছে। দয়া করে এই মিথ্যাচারের লাগাম টানুন, তার পর অন্যকে বলুন। ১০ টাকায় চাউল আর ঘরে ঘরে চাকরীর কথা বলে, এখন কি হচ্ছে মাননীয় মন্ত্রী মহোদয়? হাঁ কিছু দিন পূর্বে বলছেন, দেশের আপাময় জনগণকে বাদ দিয়ে, দলীয় ক্যাডারদিগকে টাকা আর চাকরী দিবেন। যা আপনার মত বিদগ্ধ রাজনৈতিক নেতার নিকট থেকে জনগণ এমন কথা প্রতাশ্যা করে না। রাজনীতিতে মিথ্যচার বন্ধ হলে, দেশ উন্নতীর সর্বচ্চ শিখরে পৌছবে, জনগণ এমনটাই মনে করে। ধন্যবাদ। সবায়কে ধন্যবাদ।
    Total Reply(0) Reply
  • Nur- Muhammad ২২ জুন, ২০১৭, ৩:১৫ পিএম says : 0
    মননীয় মন্ত্রী, কয়েক দিন পূর্বে আপনি আপনার দলের এক ছাত্র নেতাকে দেখে বললেন, আবার কি আকাম করে আসছ। তা হলে বুজা গেল, এরা আকাম কুকাম করছে ও করবে। সাহসের সাথে আপনি বলতে পারলেন। তা হলে এদের নিয়ন্ত্রন করার ক্ষমতা আপনারই আছে। এদের দুই একটিকে শাস্তি দিন। পদ পদবী কেড়ে নিন। জনগণকে একটু শান্তিতে থাকতে দিন। ধন্যবাদ। সবায়কে ধন্যবাদ।
    Total Reply(0) Reply
  • Nur- Muhammad ২২ জুন, ২০১৭, ১১:৩৪ পিএম says : 0
    একেবারে খাঁটি কথা। জনগণ আপনার এই কথা সমর্থন করে। কিন্তু বিশ্বজিৎ কে হত্যার পর যারা বললো, এটা বিএনপি জামায়েতের কাজ। রনা প্লাজার ধসের পর যারা বললো, বিএনপি জামায়েত কর্মীদের ধাক্কায় ভবন ধসে পড়ছে। অনৈতিক ভাবে জনপ্রিয় দেশ নেত্রীকে বালি ও ইটের ট্রাক দিয়ে আটকায়ে যারা বললো, বাড়ী মেরামতের জন্য খালেদা জিয়া এই ট্রাক আনছে। বিএনপির মহাসচিবের উপর হামলা করে যারা বললো, বিএনপির মহাসচিবের গাড়ী এলাকার জনগণের উপর উঠায়েছে, তার জন্য এই আঘাত। দয়া করে মাননীয় মন্ত্রী এই মিথ্যাচারের উত্তর দেন। ধন্যবাদ। সবায়কে ধন্যবাদ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওবায়দুল কাদের


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ