Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুই জায়ে ঝগড়ার জের একজনের আত্মহত্যা অপরজন হাসপাতালে

প্রকাশের সময় : ৮ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : টাঙ্গাইলের মির্জাপুরে দুই জায়ে ঝগড়ার জেরে একজন গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন, অপরজন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ঘটনাটি ঘটেছে রোববার রাতে এ উপজেলার গোড়াই ইউনিয়নের রশিদ দেওহাটা গ্রামে।
জানা গেছে, রশিদ দেওহাটা গ্রামের মোকছেদের স্ত্রী ছালমা বেগম (৩০) ও তার জা আজমত আলীর স্ত্রী সখিনা বেগমের (৪০) সঙ্গে সন্ধ্যায় পারিবারিক কলহের জের ধরে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে ছালমা বেগম ঘরের ভেতর ধন্নার সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। এ ঘটনা জানাজানি হওয়ার পর জা সখিনা বেগমও তার ঘরের ভেতর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। বাড়ির লোকজন দেখে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল জানান, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুই জায়ে ঝগড়ার জের একজনের আত্মহত্যা অপরজন হাসপাতালে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ