Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মঠবাড়িয়ায় স্বতন্ত্র প্রার্থীর মাইক ভাঙচুর : আহত ৪

প্রকাশের সময় : ৮ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা : মঠবাড়িয়া উপজেলার হলতা গুলিশাখালী ইউনিয়নে সরকারদলীয় প্রার্থী রিয়াজুল আলম ঝনোর সমর্থকরা বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মো: হারুন অর রশিদের প্রচার মাইক ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার সন্ধ্যার পর গুলিশাখালী ধলাই হাওলাদার বাড়ির রাস্তায় প্রচার করার সময় দুলাল দিনা (২৬) ও রিকশাচালক সেলিমকে (২৪) বেধড়ক মারধর করে আহত করা হয়। স্থানীয়রা দুলালকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এর আগে গত ৫ মার্চ রিয়াজুল আলম ঝনোর সমর্থকরা স্বতন্ত্র প্রার্থীর দুই নারী সমর্থকসহ ২৫ কর্মীকে মারধর করে মারাত্মক আহত করে।
এদিকে গত রোববার সন্ধ্যায় ৪ নং দাউদখালী ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ফজলুল হক খান রাহাতের সমর্থকরা দুই স্বতন্ত্র প্রার্থীর মাইক ভাঙচুর ও কর্মীদের মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মঠবাড়িয়ায় স্বতন্ত্র প্রার্থীর মাইক ভাঙচুর : আহত ৪
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ