Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদ হলো না তাদের বাসের ধাক্কায় বাবা-মেয়ে নিহত

| প্রকাশের সময় : ২২ জুন, ২০১৭, ১২:০০ এএম


বিশেষ সংবাদদাতা : ঈদ হলো না পুলিশ কনস্ট্রেবল আরিফুজ্জামান ও তার মেয়ের। ঘাতক বাস গতকাল কেড়ে নিল তাদের প্রান। রাজধানীর ডেমরায় বাসের ধাক্কায় নিহত হয়েছেন এক পুলিশ কনস্টেবল ও তার মেয়ে।
নিহতরা হলেন-ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের পুলিশ কনস্টেবল আরিফুজ্জামান ও তার মেয়ে সুমাইয়া (১৬)। ডেমরা থানার ওসি এসএম কাউসার বলেন, বুধবার সন্ধ্যা ৬টার দিকে ডেমরার বামৈল বাসস্ট্যান্ড এলাকায় একটি বাসের ধাক্কায় তারা মারা যান। দুর্ঘটনার পর আসিয়ান পরিবহনের বাস ও চালক সাইফুলকে আটক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি বলেন, ঈদের কেনাকাটা করে যাত্রাবাড়ি থেকে বামৈল বাসস্ট্যান্ডে এসে বাবা-মেয়েরাস্তা পার হচ্ছিলেন। এসময় বাসের ধাক্কায়ঘটনাস্থলেই সুমাইয়ার মৃত্যু হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা আরিফুজ্জামানকে মৃত ঘোষণা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঈদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ