Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইরাকি বাহিনীর অগ্রাভিযান

| প্রকাশের সময় : ২২ জুন, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : তিন বছর আগে ইরাকের মসুল শহরের যে মসজিদ থেকে ইসলামিক স্টেট (আইএস) তাদের নিজস্ব ধরনের খিলাফতের ঘোষণা দিয়েছিল সেই গ্রান্ড মসজিদের দিকে অগ্রাভিযান চলছে বলে জানিয়েছে ইরাকি সেনাবাহিনী। ইরাকি সামরিক বাহিনী বলেছে, গত মঙ্গলবার তাদের বাহিনীগুলো পুরনো মসুল শহরে আইএসের শক্তিকেন্দ্রটি ঘিরে ফেলেছে, এই এলাকার ভিতরেই ওই মসজিদটি অবস্থিত। আট মাস আগে ইরাকে আইএসের রাজধানী হিসেবে পরিচিত মসুলে অভিযান শুরু করে ইরাকি বাহিনীগুলো। অভিযানে ইরাকি বাহিনীগুলোকে সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এরপর থেকে মসুলের অধিকাংশ এলাকা পুনরুদ্ধার করে ইরাকি বাহিনী। শুধু পুরনো শহরের আইএসের মূল শক্তিকেন্দ্রটি পুনরুদ্ধার করা সম্ভব হয়নি। এই অংশটির নিয়ন্ত্রণ নিয়ে দু’পক্ষের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী লড়াই চলছে। ২০১৪ সালে এই এলাকায় অবস্থিত গ্রান্ড মসজিদের মেহরাব থেকে ইরাক ও সিরিয়ার দখলকৃত এলাকায় খিলাফতের ঘোষণা দিয়েছিল আইএসের শীর্ষ নেতা আবু বকর আল বাগদাদি। এরপর থেকে ঘোষিত খিলাফত এলাকায় নিজস্ব ধরনের শাসন কায়েম করে জিহাদিরা। কিন্তু গত এক বছর ধরে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও তাদের সমর্থিত বিভিন্ন বাহিনীর অভিযানের মুখে দুর্বল হয়ে পড়ে গোষ্ঠীটি। মসুল পুনরুদ্ধার করা সম্ভব হলে ইরাকে আইএসের শেষ শক্তিকেন্দ্রের পতন হবে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ