Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

যুক্তরাষ্ট্রে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে : অ্যামনেস্টি

| প্রকাশের সময় : ২২ জুন, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, যুক্তরাষ্ট্রে পদ্ধতিগতভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। এক প্রতিবেদন প্রকাশ করে অ্যামনেস্টি বলেছে, ১১ সেপ্টেম্বরের ঘটনার পর মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’কে সন্দেহভাজন ব্যক্তিদের অপহরণ ও তাদের ওপর নির্যাতন চালিয়ে স্বীকারোক্তি আদায়ের যে অধিকার দেয়া হয়েছিল তার মাধ্যমে সরকারিভাবে মানবাধিকার লঙ্ঘন করছে এই বাহিনী। এই প্রক্রিয়া এখনো চলছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অ্যামনেস্টি বলেছে, মার্কিন সিনেটের একটি কমিটি ২০১৪ সালে এক প্রতিবেদনে সিআইএ’র গোপন বন্দিশালাগুলোতে সন্দেহভাজন ব্যক্তিদের ওপর অকথ্য নির্যাতনের কথা জানিয়েছিল। কিন্তু তারপর প্রায় তিন বছর পার হয়ে গেলেও সে নির্যাতন বন্ধের কোনো ব্যবস্থা মার্কিন প্রশাসন নেয়নি। অ্যামনেস্টির প্রতিবেদনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসীদের সঙ্গে মার্কিন নিরাপত্তা বাহিনীগুলোর আচরণে উদ্বেগ প্রকাশ করা হয়। এতে আরো বলা হয়, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোর কারাগারের পাশাপাশি ফেডারেল কারাগারগুলোতে বন্দিদের সঙ্গে অসদাচরণ ও তাদের বিরুদ্ধে বলপ্রয়োগ করা হচ্ছে। বিবিসি,পার্সটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ