Inqilab Logo

বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১, ২১ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

আরও ১০ পৃথিবীর সন্ধান লাভ

| প্রকাশের সময় : ২২ জুন, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আমাদের এই নীলাভ পৃথিবীর মতো আরও ১০টি পৃথিবীর সন্ধান পাওয়ার এক দারুণ খবর দিয়েছে নাসার কেপলার স্পেস টেলিস্কোপ (কেএসটি)। গত সোমবার নাসার তরফ থেকে এই ঘোষণা দেয়া হয়। সংস্থাটি বলছে, আমাদের পৃথিবী যেমন এই সৌরমÐলে বৃহস্পতি, শনি, নেপচুন, ইউরেনাসের তুলনায় আকারে ছোট, তেমনই চেহারা ওই ১০টি পৃথিবীর। নাসা বলছে, সদ্য সন্ধান পাওয়া ১০টি পৃথিবী থেকে তাদের নক্ষত্র বা তারা এমন দূরত্বে রয়েছে, যেখানে বাসযোগ্য হতে পারে। প্রাণ আর জল তরল অবস্থায় থাকতে পারে গ্রহগুলোর পিঠে বা সারফেসে। নাসার তরফে আরও জানানো হয়, সিগনাস নক্ষত্রপুঞ্জে যে ২ লাখ তারার ওপর নজর রেখেছিল কেএসটি, তার মধ্যে ২১৯টি ভিন গ্রহের সন্ধান পাওয়া গেছে। এই ২১৯টি ভিন গ্রহের মধ্যে অন্তত ১০টি একেবারেই আমাদের পৃথিবীর মতো পাথুরে। এবং এগুলো রয়েছে গোল্ডিলক্স জোনে। গোল্ডিলক্স জোন বলা হয় নক্ষত্র থেকে কোনো গ্রহের নির্দিষ্ট দূরত্বকে। এ নিয়ে গত ৮ বছরে মোট ৪ হাজার ৩৪টি ভিনগ্রহের সন্ধান পেল কেএসটি। এর মধ্যে সদ্য সন্ধান পাওয়া ১০টিকে নিয়ে পৃথিবীর মতো বাসযোগ্য গ্রহের সংখ্যা ৪৯টি হলো। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ