মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে মিন্দানাও দ্বীপের পিগকাওয়াইয়ান শহরের একটি স্কুলে হামলা চালানোর পর সেখানে বেশ কয়েকজন শিক্ষার্থীকে জিম্মি করেছে জঙ্গিরা। ফিলিপাইন পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন। পিগকাওয়াইয়ান শহরের মেয়র এলিসিও গারসেসা জানিয়েছেন, সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা এখনো জানা যায়নি, তবে তিনি তথ্য সংগ্রহের চেষ্টা করছেন। গতকাল বুধবার এক রেডিও বার্তায় চিফ ইন্সপেক্টর রিলান মামুন জানান, জঙ্গি সংগঠন বাংসামোরো ইসলামিক ফ্রিডম ফাইটার্স (বিআইএফএফ)-এর সদস্যদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর বন্দুকযুদ্ধ চলছে। তিনি বলেন, আমরা এ বিষয়টি নিশ্চিত করছি যে, তারা একটি স্কুল দখল করে নিয়েছে এবং এখানে বেশ কয়েকজন বেসামরিক মানুষ আটকা পড়েছেন। আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।