মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : সিরিয়ার দক্ষিণাঞ্চলে ইরানের তৈরি একটি ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্রের একটি জঙ্গি বিমান। সিরিয়ার সরকার সমর্থিত বাহিনীগুলো ওই ড্রোনটি পরিচালনা করছিল বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। ড্রোনটি অস্ত্রসজ্জিত হতে পারে এবং তা ভূমিতে থাকা যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সেনাদের জন্য হুমকি হয়ে ওঠায় সেটিকে গুলি করে নামানো হয় বলে জানিয়েছেন তারা। কিন্তু রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিবকোভ বলেছেন, সন্ত্রাসবাদকে সহায়তা করতেই এই দুষ্কর্মটি করা হয়েছে। গত রোববার সিরিয়ার একটি জঙ্গি বিমান গুলি করে ভূপাতিত করার পর এই ড্রোনটিকে ভূপাতিত করল সিরিয়ার লড়াইরত যুক্তরাষ্ট্রের বাহিনী। এর আগে চলতি মাসে আরও কয়েকটি ড্রোন ভূপাতিত করেছিল তারা। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, গত মঙ্গলবার রাত প্রায় সাড়ে ১২টায় তানফের উত্তর-পূর্ব দিকে একটি এফ-১৫ জঙ্গি বিমান ড্রোনটিকে ভূপাতিত করে। ভূপাতিত ড্রোনটি শাহেদ ১২৯ মডেলের ছিল, যে মডেলের ড্রোনগুলো ২০১২ সালে প্রথম চালু করেছিল ইরান। বিবিসি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।