Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

বিচারপতি কারনানের কারাদন্ড বহাল জামিন খারিজ

| প্রকাশের সময় : ২২ জুন, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : কলকাতা হাইকোর্টের অবসরপ্রপ্ত বিচারপতি সি এস কারনানের অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজ করে দিয়েছে সু্িপ্রমকোর্ট। আদালত অবমাননার দায়ে তার ৬ মাসের কারাদÐ বহাল থাকছে। গতকাল বুধবার তাকে কলকাতায় নেয়া হয়। এর আগে তামিলনাড়ুর কোয়েম্বাটোর থেকে ৬২ বছরের এই অবসরপ্রাপ্ত বিচারপতিকে গ্রেপ্তার করে সিআইডি-র একটি বিশেষ দল। কোয়াম্বাটোর থেকে ছয় কিলোমিটার দূরে মালুমিচম্পাত্তি এলাকার একটি প্রাইভেট রিসোর্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আদালত অবমাননার দায়ে সুপ্রিম কোর্টের রায়ে ছয় মাসের কারাদÐ হওয়ার পর ৯ মে থেকে গ্রেপ্তারি এড়াচ্ছিলেন কারনান। ১২ জুন বিচারপতি পদ থেকে অবসর গ্রহণ করেন। কিছুদিন ধরে তিনি কোয়েম্বাটোরের একটি রিসোর্টে ছিলেন। জানা গেছে, পশ্চিমবঙ্গ পুলিশের তিন সদস্যের একটি দল গত তিন দিন ধরে কোয়েম্বাটোরে কারনানের উপরে নজর রাখে। মোবাইলের সূত্র ধরে পুলিশ সদস্যরা কারনানের কাছে পৌঁছে যান। এ বিষয়ে তামিলনাড়ু পুলিশ সাহায্য করেছে পশ্চিমবঙ্গ পুলিশকে। যদিও গ্রেপ্তারি এড়াতে চেষ্টা করেন অবসরপ্রাপ্ত বিচারপতি। পুলিশ সদস্যদের সঙ্গে তর্কও জুড়ে দেন। ভারতের ইতিহাসে তিনিই প্রথম কর্মরত হাইকোর্টের বিচারপতি, যাকে আদালত অবমাননার দায়ে কারাদÐের নির্দেশ দেয়া হয়। সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি জগদীশ সিং খেহারের নেতৃত্বে সাত সদস্যের ডিভিশন বেঞ্চ কারনানকে দোষী সাব্যস্ত করে এবং ৬ মাসের কারাবাসের নির্দেশ দেয়। এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ