Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে সংঘর্ষে নিহত ৫০

| প্রকাশের সময় : ২২ জুন, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে প্রতিদ্ব›দ্বী গোষ্ঠীগুলোর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ৫০ জন নিহত হয়েছে। দেশটির ব্রিয়া শহরে গত মঙ্গলবার বিকেলে এ সংঘর্ষ হয়েছে। সরকার ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে অস্ত্রবিরতি চুক্তি সই হওয়ার একদিন পর এ সংঘর্ষের ঘটনা ঘটলো। ব্রিয়া শহরের মেয়র জানিয়েছেন, রাজধানী বাঙ্গুই থেকে ৫৮০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত নগরীর রাস্তায় লাশের সারি পড়ে থাকতে দেখা গেছে। প্রায় অর্ধশত লোক শটগানের গুলিতে আহত হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। মেয়র মাউরাইস বেলিকুসো বলেছেন, আমি ৫০ জন নিহতের কথা বলতে পারি। হাসপাতালে ৪২টি লাশ পাঠানো হয়েছে। আশেপাশের এলাকাতে আরো কিছু লাশ পড়ে রয়েছে। সেগুলো এখনো সরানো হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সংঘর্ষ চলাকালে বাড়িঘরে লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। চিকিৎসা দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার জানিয়েছে, তার স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিট পর্যন্ত হাসপাতালে ৩৫জন আহতকে পেয়েছেন। এদের অধিকাংশই ছিল গুলিবিদ্ধ। ২০১৩ সালে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া বোজিজ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দেশটিতে সংঘর্ষ চলছে। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ