Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শুক্র ও শনিবার ব্যাংকের কয়েকটি শাখা খোলা থাকবে

| প্রকাশের সময় : ২১ জুন, ২০১৭, ১২:০০ এএম


ঈদের আগের দিন পর্যন্ত ব্যাংক খোলা রাখার দাবি এফবিসিসিআইর
অর্থনৈতিক রিপোর্টার : সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্তে¡ও আগামী শুক্রবার (২৩ জুন) ও শনিবার (২৪ জুন) নির্দিষ্ট কয়েকটি অঞ্চলের ব্যাংকের শাখাসমূহ খোলা থাকবে। তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধের সুবিধার্থে এবং রফতানি বাণিজ্য সচল রাখার স্বার্থে তৈরি পোশাকশিল্প এলাকায় অবস্থিত সকল তফসিলি ব্যাংকের কেবল শিল্প পোশাক সংশ্লিষ্ট শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
গতকাল বাংলাদেশ ব্যাংকের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এদিকে এছাড়া রেমিট্যান্স প্রবাহ স্বাভাবিক রাখা ও প্রবাসীদের রেমিট্যান্স বিতরণের উদ্দেশ্যে স্বীয় বিবেচনায় শনিবার (২৪ জুন) প্রয়োজনীয় সংখ্যক শাখা খোলা রাখার নির্দেশনা দিয়ে সকল তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীর চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাক শিল্প এলাকার তফসিলি ব্যাংকের কেবলমাত্র তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাসমূহ খোলা থাকবে। এরমধ্যে শুক্রবার অর্ধদিবস (সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত) এবং শনিবার পূর্ণদিবস (সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত) খোলা থাকবে।
রেমিট্যান্সের জন্য শনিবার ব্যাংক খোলা : দেশের অর্থনৈতিক চালিকাশক্তির অন্যতম উপাদান হিসাবে বিবেচিত বৈদেশিক রেমিট্যান্স প্রবাহ স্বাভাবিক রাখা এবং আসন্ন ঈদ-উল-ফিতরের পূর্বে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বিতরণের উদ্দেশ্যে আগামী শনিবার (২৪ জুন) পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে বৈদেশিক রেমিট্যান্স সুবিধাভোগী গ্রাহকের সংখ্যা ও রেমিট্যান্সের পরিমাণের ভিত্তিতে স্বীয় বিবেচনায় প্রয়োজনীয় সংখ্যক শাখা খোলা রাখার জন্য তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীর নিকট চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ওইদিন যেসব ব্যাংকের শাখা খোলা থাকবে সেদিন শুধুমাত্র সংশ্লিষ্ট ব্যাংকের শাখায় নগদ অর্থ জমা দেওয়া এবং বৈদেশিক রেমিট্যান্স বিতরণ সংক্রান্ত কার্যক্রম পরিচালিত হবে।
এদিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নগদ অর্থ লেনদেন, কর্মচারীদের বেতন ছাড় ও আমদানি-রফতানি বাণিজ্যের সুবিধার্থে ২৩ জুন (শুক্রবার) থেকে ঈদের আগের দিন পর্যন্ত ব্যাংক খোলা রাখার দাবি জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই)। একই সঙ্গে আমদানি-রফতানি কার্যক্রম অব্যাহত রাখতে চট্টগ্রাম ও মোংলা বন্দর এবং স্থলবন্দরসমূহ বিশেষ ব্যবস্থায় ঈদের ছুটির মধ্যেও খোলা রাখার জন্য বন্দর কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে সংগঠনটি। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এফবিসিসিআইয়ের পক্ষ থেকে এ দাবি জানানো হয়েছে। বার্তায় বলা হয়, এফবিসিসিআই বলছে, আমদানি-রফতানি কার্যক্রমের সুষ্ঠু ও নিরাপদ আর্থিক লেনদেনের স্বার্থে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের সহায়তা অত্যন্ত জরুরি। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ ঈদ উপলক্ষে একটানা বন্ধ থাকার কারণে আর্থিক লেনদেনের ক্ষেত্রে ব্যবসায়ীরা ঝুঁকির সম্মুখীন হতে পারেন। তাই আগামী ২৩ জুন (শুক্রবার) থেকে ঈদের আগের দিন পর্যনমশ বিভিন্ন শিল্পাঞ্চল, ঢাকা ও অন্যান্য বিভাগীয় শহর এবং জেলা শহরগুলোর শপিংমল এলাকা এবং বন্দরগুলোতে বিশেষ ব্যবস্থায় ব্যাংক খোলা রাখার জন্য বাংলাদেশ ব্যাংককে অনুরোধ জানানো হচ্ছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২৩ জুন  থেকে ২৭ জুন পর্যন্ত টানা ৫ দিন সব সরকারি অফিস এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্যাংক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ