নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : সেপ্টেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠেয় এএফসি অনুর্ধ্ব-১৬ মহিলা চ্যাম্পিয়নশিপের চুড়ান্ত পর্বকে সামনে রেখে বর্তমানে জাপানে প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশের কিশোরী ফুটবল দল। তবে তাদের এই সফরের শুরুটা শুখকর হলো না। হারেই শুরু হলো কৃষ্ণা রাণীদের জাপান সফর। সোমবার ওসাকার সাকাই একাডেমির মাঠে স্বাগতিক দল ৪-২ গোলে হারায় বাংলাদেশ অনুর্ধ্ব-১৬ দলকে। যদিও প্রথমার্ধের খেলা ১-১ গোলে অমিমাংসিত ছিলো। ম্যাচে সাকাই একাডেমির পক্ষে হাসনো কুরকি দু’টি এবং কাতা হাওয়া ও মানাকা একটি করে গোল করেন। বাংলাদেশের হয়ে দু’গোল শোধ দেন সিরাত জাহান স্বপ্না ও মারজিয়া। অন্যদিকে কৃষ্ণাদের হারের পরের দিনই বেগম সুফিয়া কামাল সম্মাননা পদক পেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দল। গতকাল রাজধানীর বাংলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে কৃষ্ণা বাহিনীকে দেয়া হয় এই পদক।
বাংলাদেশ-সাকাই একাডেমি ম্যাচের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে লড়ে স্বাগতিকরা। যার গোল পেতে তাদের বেশিক্ষণ অপেক্ষায় থাকতে হয়নি। ৮ মিনিটেই এগিয়ে যায় সাকাই একাডেমি। এসময় হাসনো কুরকি গোল করে উল্লাসে মাতান স্বাগতিকদের (১-০)। তবে পিছিয়ে পড়ে যেন জ্বলে উঠে বাংলাদেশের কিশোরী দল। তারা একের পর এক আক্রমণ করে ব্যতিব্যস্ত রাখে সাকাই রক্ষণদূর্গকে। তবে কাঙ্খিত গোলের দেখা পেতে প্রায় পৌনে একঘন্টা অপেক্ষায় থাকতে হয় কৃষ্ণা বাহিনীকে। ম্যাচে ৪২ মিনিটে সমতায় ফেরে লাল-সবুজরা। এসময় বাংলাদেশের হয়ে গোল করেন স্বপ্না (১-১)। অমিমাংসিত অবস্থায় প্রথমার্ধ শেষ হলে দ্বিতীয়ার্ধের শুরুতেও গোল পায় স্বাগতিক দল। ম্যাচের ৫২ মিনিটে সাকাই একাডেমির কাতা গাওয়া গোল করে ফের দলকে এগিয়ে নেন (২-১)। তিন মিনিট পরই দ্বিতীয়বার সমতায় ফেরে বাংলাদেশ। ম্যাচের ৫৫ মিনিটে মারজিয়া লাল-সবুজদের পক্ষে দ্বিতীয় গোল করেন (২-২)। ব্যস এ পর্যন্তই। এরপর আর ম্যাচে ফেরা হয়নি বাংলাদেশের। পরের গল্প কেবলই সাকাই মেয়েদের নিয়ে। তারা পর পর আরও দু’টি গোল করলে বাংলাদেশের হার নিশ্চিত হয়। ম্যাচের ৬৭ মিনিটে স্বাগতিক দলের হাসনো নিজের দ্বিতীয় ও দলের পক্ষে তৃতীয় গোল করেন (৩-২)। ৮০ মিনিটে মানাকা গোল করলে সাইক একাডেমি সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে (৪-২)। তিন প্রস্তুতি ম্যাচের দ্বিতীয়টি আজ ওসাকা কাইসেই হাই স্কুলের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এবং তৃতীয় ও শেষ ম্যাচে ২৩ জুন সাকাই একাডেমির বিপক্ষে মাঠে নামবে কৃষ্ণা রানীরা।
এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বকে সামনে রেখে জাপান সফর শেষে জুলাই-আগষ্টে দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনাম সফর করবে বাংলাদেশের কিশোরীরা। এ দুই দেশেও প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। এএফসির চূড়ান্ত পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ জাপান, অস্ট্রেলিয়া ও উত্তর কোরিয়া। টুর্নামেন্টে এই তিন দেশের বিপক্ষে ভালো করতেই নিজেদের প্রস্তুত করছে কোচ গোলাম রাব্বানী ছোটনের দল।
এদিকে যখন লাল-সবুজের কিশোরী ফুটবল দল জাপান সফর করছে ঠিক তখনই দেশে তাদের বেগম সুফিয়া কামাল সম্মাননা পদকে ভুষিত করা হয়েছে। গতকাল রাজধানীর বাংলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীদের বিশেষ অবদানের জন্য দেয়া হয় এই সম্মাননা। বাঙালি নারী জাগরণের অগ্রদূত কবি বেগম সুফিয়া কামালের ১০৬তম জন্মবার্ষিকী ছিলো কাল। ১৯১১ সালের ২০ জুন তিনি বরিশালের শায়েস্তাবাদে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি। তার স্মরণে প্রতিবছর এই দিনে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য নারীদের এই সম্মাননা পদক দেয়া হয়। এবার এই পদক পেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ মহিলা ফুটবল দল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মহিলা কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ নারী ফুটবল দলের পক্ষে সম্মাননা পদকটি গ্রহণ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।