নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : স্বাভাবীক দৃষ্টিতে দুর্বল অস্ট্রেলিয়ার সাথে কোন প্রতিদ্ব›দ্বীতাই হওয়ার কথা নয় বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির। কিন্তু যখন জানবেন জোয়াকিম লোর এই দলে নেই সিনিয়র কোন খেলোয়াড়, তখন ব্যাপারটা একটু ভাবনারই বটে। দলটির গড় বয়সই মাত্র ২৪ বছর চার মাস। দলে রয়েছে আটটি নতুন মুখ। দলে থাকা মাত্র তিন খেলোয়াড়ের রয়েছে বিশ্বকাপে যোগ দেয়ার অভিজ্ঞতা। তাই ভাবনায় ছিলেন লো নিজেও। তবে কনফেডারেশন কাপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ৩-২ গোলে হারিয়ে সেই ভয়কে জয় করেছেন লো।
লার্স স্টিন্ডল ও লেয়ন গোরেৎকার-এর সরাসরি এবং জুলিয়ান ড্রাক্সলারের পেনাল্টি থেকে দেয়া গোলে সোমবার সোচিতে গ্রæপ পর্বের ম্যাচে জয়লাভ করে জর্মানি। অস্ট্রেলিয়ার হয়ে গোল দু’টি পরিশোধ করেছেন যথাক্রমে সেল্টিক মিডফিল্ডার টমি রজিক ও টমি জুরিক। এ জয়ের ফলে বি’গ্রæপের দ্বিতীয়স্থান নিশ্চিত হয়েছে বিশ্ব চ্যাম্পিয়নদের। একই গ্রæপের শীর্ষে রয়েছে চিলি। যাদের বিপক্ষে আগামীকাল কাজানের মাঠে নামবে জার্মানরা। একই দিনে সেন্ট পিটার্সবার্গে গ্রæপের পরবর্তী ম্যাচে ক্যামেরুনকে মোকাবেলা করবে অস্ট্রেলিয়া। সেমিফাইনালে খেলার সুযোগ অক্ষুন্ন রাখতে হলে ওই ম্যাচে অবশ্যই জয়লাভ করতে হবে সকারুসদের।
ম্যাচ মাঠে গড়ানোর আগে থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে ওঠে আসে তারুণ্য নির্ভর জার্মান দলটি। জার্মানদের খর্ব শক্তির দল গঠনের কারণে এদিন ভাটা পড়েছিল দর্শক উপস্থিতিতেও। ৪৭,৭০০ আসনের স্টেডিয়ামে উপস্থিত দর্শক সংখ্যা ছিল ২৮,৬০৫ জন।
ম্যাচের পঞ্চম মিনিটেই স্টিন্ডল গোল করে এগিয়ে দেন জার্মানদের। উইঙ্গার জুলিয়ান ব্রান্ড কাট-এর কাছ থেকে বল পেয়ে বেশ দক্ষতার সঙ্গে ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক গোলটি আদায় করেন এই তরুণ জার্মান (১-০)। নিজের তৃতীয় আন্তর্জাতিক ম্যাচ থেকে প্রথম গোল পেলেন তরুণ তারকা।
প্রথমার্ধের শেষ ভাগে এসে অবশ্য গোলটি পরিশোধ করে দিয়ে সমতার স্বস্তি নিয়েই বিরতিতে যেতে চেয়েছিল সকারুসরা। ম্যাচের ৪১ তম মিনিটে রজিকের অসাধারন একটি শট প্রতিহত হয় জার্মান রক্ষণভাগে। কিন্তু ফিরতি বল ঠিকই জালে পাঠিয়ে দিতে সক্ষম হন এ সেল্টিক তারকা (১-১)। গোলটি পরিশোধের পরও স্বস্তির বিরতিতে যাওয়া হয়নি সকারুসদের। বিরতির ঠিক এক মিনিট আগেই পেনাল্টি থেকে অধিনায়ক ড্রক্সলারের গোল ফের পিছিয়ে দেয় এশিয়ার প্রতিনিধিত্বকারী দলটিকে। মাসিমো লুঙ্গো নিজেদের ডি বক্সে জার্মান মিডফিল্ডার গোরেৎকাকে অন্যায়ভাবে ফেলে দিলে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। পেনাল্টি থেকে গোল করে দলকে ২-১ গোলে এগিয়ে দেন জার্মান অধিনায়ক।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান আরো বাড়িয়ে নেয় বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচের ৪৮তম মিনিটে জসুয়া কিমিচের ক্রসের বলটি নিয়ন্ত্রনে নিয়ে সোজা সকারুসদের জালে চালান করে দেন সতির্থ গোরেতকা (৩-১)।
দ্বিতীয় গোল পরিশোধের জন্য অবশ্য বেশী সময় নেয়নি অস্ট্রেলিয়ানরাও। ম্যাচের ৫৬তম মিনিটেই ২য় গোলটি পরিশোধ করে দেন সকারুস স্ট্রাইকার জুরিক। রজিকের জেড়ালো একটি শট জার্মান গোল রক্ষক বার্নড লেনো প্রতিহত করলেও গ্রিবে নিতে ব্যর্থ হন। ফিরতি বলটি গোলপোস্টের খুব কাছ থেকেই নিয়ন্ত্রনে নিয়ে জার্মান পোস্টে চালান করে দেন জুরিক (৩-২)।
এর আগে অবশ্য হ্যান্ডবলের দাবী ওঠে জার্মান শিবির থেকে। এ বিষয়ে সিদ্ধান্তের জন্য ভিডিও সহকারী রেফারির শরণাপন্ন হন কর্তব্যরত রেফারি। রিপ্লেতে দেখা যায় বলটি জুরিকের বাহুতে লেগেছে। তবে গোলটির অনুমোদন দেয়া হয়। বাকী সময় অবশ্য আর কোন গোল পরিশোধ করতে পারেনি সকারুসরা। ফলে পরাজয়ের বেদনা নিয়েই মঠা ছাড়তে হয় অস্ট্রেলীয়দের।
স্বাগতিক রাশিয়ার বিপক্ষে আজ মাঠে নামবে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। উল্লেখ্য, ‘এ’ গ্রæপের নিজেদের প্রথম ্যশাচে নিউজিল্যান্ডকে ২-০ গোলে হারায় রাশিয়া। অপরদিকে মেক্সিকোর সাথে ২-২ গোলে ড্রয়ের মধ্য দিয়ে আসর শুরু করে পর্তুগাল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।