Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোহলিদের মুন্ডুপাত চলছেই

| প্রকাশের সময় : ২১ জুন, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : ব্যর্থতা জিনিসটা একদম মেনে নিতে পারেন না ভারতীয় ক্রিকেট সমর্থকরা। খেলোয়াড়দের মুন্ডুপাত তাই সেখানে নৈমেত্তিক ঘটনা। শুধু সমর্থকরা কেন, সেদেশের গণমাধ্যমই বা কম কিসে? আর এবারের ঘটনায় তো ছাড় দেওয়ার প্রশ্নই আসে না। শুধুই ফাইনালে হার হলেও কথা ছিল, প্রতিপক্ষের নামটি যে পাকিস্তান। এরপর আবার তাদের বিপক্ষে রেকর্ড ১৮০ রানের ব্যবধানে হার!
চ্যাম্পিয়ন্স ট্রফি ২০১৭ এর ফাইনালে চিরপ্রতিদ্ব›দ্বী পাকিস্তানের কাছে একরকম উড়ে যাওয়ার সম্ভব্য কারণ উদ্ঘটনে বসে নেই সেদেশের সংবাদ মাধ্যম। তাদের মিডিয়ার দাবি, কোহলিদের হোটেলে বিদ্যুৎ না থাকাতেই সারারাত ঘুমাতে পারেন নি বিরাট কোহলি বাহিনী। তাদের এয়ার কন্ডিশনারও ছিল নষ্ট। অনুশীলনের পর বিশ্রাম নিতে পারে নি টিম ইন্ডিয়া।
গত শনিবার পুরো টুর্নামেন্ট জুড়ে ফর্মে থাকা ভারত নিজেদের বড় মঞ্চের জন্য প্রস্তুত করেন। একটু জলদি অনুশীলন শেষ করেই হোটেলে ফেরে তারা। এসে দেখেন এসি নষ্ট। এক ঘন্টার মধ্যে ঠিক করে দেয়ার পর দেখা যায় বিদ্যুৎ নেই হোটেলে। তাই রাতে পর্যাপ্ত বিশ্রাম নিতে পারেন নি কোহলি-ধোনি রা। আর ফাইনালে ধ্বসে পড়ার জন্য এটিকে কারণ হিসেবে দাঁড় করায়েছে ভারতের গণমাধ্যম। ফাইনালে বাজে ব্যাটিং-বোলিং এর প্রদর্শনী দেখিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। সে সুযোগ কাজে লাগিয়ে ওয়ানডের বড় কোন ফাইনালে প্রথমবারের মুখোমুখিতে চিরপ্রতিদ্ব›দ্বীদের নাস্তানুবোধ করে ছাড়ে পাকিস্তান।



 

Show all comments
  • shahin ২১ জুন, ২০১৭, ১১:৩৮ এএম says : 0
    This is Indian media.
    Total Reply(0) Reply
  • S. Anwar ২১ জুন, ২০১৭, ১২:২২ পিএম says : 0
    ভারতীয়রা মনে করে, তাদের ক্রিকেট খেলোয়াররা জন্মের আগে থেকে অর্থাৎ মায়ের পেটে থাকতেই ক্রিকেটের দক্ষতা ও সার্টিফিকেট অর্জন করে তবেই পা রেখেছে দুনিয়ায়। অতএব তাদের সমকক্ষ কেউ নেই এবং তাদের হারেরতো প্রশ্নই আসে না। এই কারনেই তাদের ভ্রান্ত ও বদ্ধমূল ধারনা পরিহারের জন্য পাকিস্তানীরা ভারতীয় ক্রিকেট খেলোয়ারদের নতুন অভিজ্ঞতা সহ পুণর্জনম দিয়ে ছেড়ে দিয়েছে। আভি খোদ আপনি জ্বলতেহি রহো আওর ইয়াদভি রাখো কি বাপকা ভি বাপ হোতা হ্যায়।
    Total Reply(0) Reply
  • MD.WASIUL GONI LAJUK ২১ জুন, ২০১৭, ১২:৫২ পিএম says : 0
    Onek din Por Pak Bahini Jole Uthese Chomotkar Total Tim.Jotil And Osam Khela dekhalo Salera Dat vanga Jobab Ai Joy ta Khub Dorkar Silo.Tin Moroler 9/6 Jaliati Bondho Korte Hobe Hushiar Ok
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ