Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমির ঢাকায়, খুলনায় সরফরাজ-শাদাব

| প্রকাশের সময় : ২১ জুন, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর শুরু হতে এখনো প্রায় চার মাস বাকি। তবে এখন থেকেই আটঘাট বেঁধে মাঠে নেমেছে ফ্রাঞ্জাইজি দলগুলো। ইতিমধ্যে দল গোছাতে শুরু করেছে তারা।
ঢাকা ডাইনাইমাইটসে ইতোমধ্যে যুক্ত হয়েছেন বেশ কয়েকজন নামিদামী কয়েকজন ক্রিকেটার। এর মধ্যে পাকিস্তানী অল-রাউন্ডার শহীদ আফ্রিদি, কুমার সাঙ্গাকারা ও পেসার মোহাম্মাদ আমির অন্যতম। এর আগে সুনীল নারাইন, শেন ওয়াটসনের মতো তারকা ক্রিকেটারদের সঙ্গে আসন্ন বিপিএলের জন্য চুক্তি করেছে ডাইনামাইটস। গতকাল জানা গেল ওয়েস্ট ইন্ডিজ ওপেনার ইভিন লুইসকেও রেখে দিচ্ছে ঢাকা।
পিছিয়ে নেই খুলনা টাইটান্সও। নিজেদের পছন্দসই ক্রিকেটারদের দলে ভিড়াচ্ছে তারাও। সদ্য আইসিসি চ্যাম্পিয়ন্সট্রফির শিরোপাজয়ী পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ ও তারই জাতীয় দলের সতীর্থ স্পিনার শাদাব খানকে দলে ভিড়িয়েছে খুলনা। গত বছর খুলনা টাইটান্সের হয়ে খেলেছিলেন পাকিস্তানী পেসার জুনায়েদ খান। এই পেসারকে এবারো ধরে রেখেছে খুলনা।
আগামী ৪ নভেম্বর থেকে শুরু হবে বিপিএলের পঞ্চম আসর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ