Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বুড়িচংয়ে অগ্নিকা-ে অর্ধকোটি টাকার মালামাল ভস্মীভূত

প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বুড়িচং (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা : কুমিল্লার বুড়িচং উপজেলা সদরে ভয়াবহ অগ্নিকা-ে ৯টি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়ে অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। জানা যায়, বুধবার রাতে সিগারেটের আগুন থেকে অগ্নিকা-ের সূত্রপাত ঘটে। অগ্নিকা-ে উপজেলা সদরের বুড়িচং ব্রাহ্মণপাড়া সড়কের পশ্চিমপাশের্^ মতিন ম্যানশন ও জাহানারা ম্যানশনের ৭ দোকানসহ আশপাশের আরো ২টি দোকান মিলিয়ে মোট ৮ দোকানের সকল মামাল পুড়ে গেছে। মুহূর্তের মধ্যে আগুনে মামুন ইলেক্ট্রনিক্সের দোকানসহ মফিজ মিয়ার তুলার গোডাউন, কম্পিউটার দোকান, ওষুধের দোকানে থাকা প্রায় অর্র্ধকোটি টাকার মালামাল পুড়ে যায়। পরে স্থানীয়রা ও অগ্নিনির্বাপক বাহিনীর কর্মীরা এসে আগুন নিভাতে সক্ষম হয়। তাৎক্ষণিক খবর পেয়ে ওই রাতে অগ্নিকা-ের ঘটনা পরিদর্শনে আসেন বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার ফজলুল জাহিদ পাভেল, বুড়িচং থানার অফিসার ইনচার্জ উত্তম কুমার বড়–য়াসহ অন্যান্যা পুলিশ ফোর্স। এ সময় বুড়িচং উপজেলা যুবলীগ নেতা পাশর্^বর্তী বাসিন্দা ও ব্যবসায়ী দেলোয়ার হোসেন খোকন খান, মিজানুর রহমান খান, ছাত্রলীগের সাবেক সভাপতি মতিউর রহমান খান রুমেল, ওয়ালটনের মো. স্বপন খান, ইঞ্জিনিয়ার বাছির খানসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় কর্মকর্তারা ক্ষতিগ্রস্তদের যথাযথ সাহায্যের
আশ^াস প্রদান করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বুড়িচংয়ে অগ্নিকা-ে অর্ধকোটি টাকার মালামাল ভস্মীভূত
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ