Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

পাল্টা পদক্ষেপের হুমকি ক্রেমলিনের

রাকায় সিরিয়ার যুদ্ধবিমান ভূপাতিত করেছে আইএস বিরোধী মার্কিন জোট

| প্রকাশের সময় : ২১ জুন, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুদ্ধ কবলিত সিরিয়ার রাকা প্রদেশে একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে ইসলামিক স্টেট (আইএস) বিরোধী মার্কিন জোট। এর জেরে যুক্তরাষ্ট্রের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া। মার্কিন জোটের যুদ্ধবিমানের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেয়ার হুমকি দিয়েছে ক্রেমলিন। বন্ধ করে দেয়া হয়েছে সিরিয়ায় যুদ্ধবিমান চলাচল সংক্রান্ত তথ্যের আদান-প্রদান। এর আগে আইএসের রাজধানী হিসেবে পরিচিত রাকা শহরে জঙ্গি বিরোধী অভিযান পরিচালনা করে সিরিয়ার সরকারি বাহিনী। অভিযানে শেষে ফেরার পথে দেশটির একটি এসইউ-২২ যুদ্ধবিমানকে গুলি করে ভূপাতিত করে মার্কিন জোট। এর পরপরই দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের অন্যতম মিত্র রাশিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে সিরিয়ার আকাশে যুদ্ধবিমান চলাচল সংক্রান্ত তথ্যের আদান-প্রদান বন্ধ করে দেয়। বন্ধ সংযোগ চালুর দাবি জানিয়েছে হোয়াইট হাউজ। এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আইএস বিরোধী মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের যেকোন যুদ্ধবিমান কিংবা ড্রোন ইউফ্রেটিস নদীর পশ্চিমাংশে অভিযান পরিচালনা করলে তা রুশ বাহিনীর রাডারে ধরা পড়বে। পাল্টা পদক্ষেপ হিসেবে সেসব অভিযান প্রতিহত করা হবে। তবে মার্কিন জোটের পক্ষ থেকে ভিন্ন দাবি করা হয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন বিমান ঘাঁটিতে বোমা ফেলার জন্য সিরীয় বিমানটি ভূপাতিত করা হয়েছে। এটা আত্মরক্ষামূলক পদক্ষেপ ছিল। আর আইনত এমনটা করার অধিকার রয়েছে মার্কিন জোটের। খবরে বলা হয়, রোববার বিকেলে সিরিয়ার রাক্কা প্রদেশের গ্রামীণ এলাকায় যুক্তরাষ্ট্রের জঙ্গি বিমানের গুলিতে সিরীয় সেনাবাহিনীর একটি জঙ্গি বিমান ভূপাতিত হয়। সিরীয় বাহিনীর ওই এসইউ-২২ জঙ্গি বিমানটি যুক্তরাষ্ট্র সমর্থিত সিরীয় বিদ্রোহীদের অবস্থানের কাছে বোমা ফেলার পর সেটিকে ভূপাতিত করা হয় বলে দাবি করেছে মার্কিন নেতৃত্বাধীন জোট। অপরদিকে দামেস্কের দাবি, ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের বিরুদ্ধে অভিযানের উদ্দেশ্যে যাওয়ার সময় জঙ্গি বিমানটিকে গুলি করে ভূপাতিত করা হয়েছে। সিরিয়ার প্রধান মিত্র রাশিয়া বলেছে, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধের উদ্দেশ্যে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ স্থগিত করেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ঘটনার প্রেক্ষিতে মার্কিন ক্রু সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে সিরিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বিমানগুলোর অবস্থান নতুনভাবে বিন্যস্ত করা হচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মুখপাত্র। রয়টার্স, বিবিসি, এবিসি নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ