Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

জিএসটি বাস্তবায়ন হচ্ছে ৩০ জুন মধ্যরাতেই

মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন কংগ্রেস সরকার জিএসটির পরিকল্পনা করেছিল

| প্রকাশের সময় : ২১ জুন, ২০১৭, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : আগামী ৩০ জুন মধ্যরাত থেকেই বাস্তবায়ন হচ্ছে ভারতের উচ্চাভিলাষী করনীতি গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স (জিএসটি)। এজন্য মধ্য রাতেই বসবে দেশটির পার্লামেন্টের বিশেষ অধিবেশন। ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পার্লামেন্টের সেন্ট্রাল হলে জিএসটি চালুর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রেসিডেন্ট প্রণব মুখার্জি, ভাইস প্রেসিডেন্ট হামিদ আনসারি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ প্রশাসনের সকল কর্তাব্যক্তি এবং সব দলের শীর্ষ রাজনীতিকরা। থাকবেন ভারতের সাবেক দুই অর্থমন্ত্রী ও জিএসটি কাউন্সিলের সদস্যরাও। আমন্ত্রণ জানানো হবে সকল রাজ্যের মুখ্যমন্ত্রীদের। প্রস্তাবিত জিএসটিকে ভারতের ইতিহাসে সবচেয়ে উচ্চাভিলাষী করনীতি বিবেচনা করা হচ্ছে। জিএসটি কর কাঠামোয় ৫ শতাংশ, ১২ শতাংশ, ১৮ শতাংশ ও ২৮ শতাংশ করসীমায় ধরা হয়েছে পণ্য ও সেবা খাতকে। তবে জিএসটির কারণে টেলিকমসহ বেশকিছু খাত ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। খাত সংশ্লিষ্টরা কর হার কমানোর দাবি তুলেছেন। বেশ কয়েকটি পণ্যের ওপর থেকে কর হার কমানো হলেও খাতভিত্তিক কর হ্রাস করেননি অরুণ জেটলি। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার জিএসটি বাস্তবায়ন পেছানোর অনুরোধ করেছিল। সেই অনুরোধও রক্ষা করেনি কেন্দ্র। সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন কংগ্রেস সরকার জিএসটির পরিকল্পনা করেছিল। কিন্তু সেসময় এ নীতি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। পরে নরেন্দ্র মোদি ক্ষমতা নিয়ে এর পরিধি বাড়ান। এখন পূর্ব ঘোষণা অনুযায়ী বাস্তবায়ন করা হচ্ছে আলোচিত এ করনীতি। এনডিটিভি, দ্য ইকোনমিক টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ