Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিন্ধু নদে বাঁধ দেয়ার প্রস্তাব চীনের

| প্রকাশের সময় : ২১ জুন, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পাকিস্তানে সিন্ধু নদের উপর বাঁধ তৈরির প্রস্তাব দিয়েছে চীন। ভারতের আপত্তি উপেক্ষা করেই বাঁধ নির্মাণ হচ্ছে বলে গতকাল মঙ্গলবার খবর জানিয়েছে রেডিও পাকিস্তান। চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর-এর অংশ হিসেবে পাক ভূখন্ডে সিন্ধু নদের উপর বিতর্কিত ডায়ামার-ভাসা বাঁধ প্রকল্প (সিপিইসি) গড়ার উদ্যোগ নিয়েছে চীন। প্রসঙ্গত, চলতি মাসের গোড়ায় পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী এহসান ইকবাল সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছিলেন, প্রকল্পটির জন্য চীনের থেকে আর্থিক লগ্নি আশা করছে ইসলামাবাদ। তবে পাকিস্তানের গিলগিট-বাল্টিস্তান অঞ্চলে প্রস্তাবিত বাঁধ প্রকল্পটিতে ভারতের আপত্তি থাকায় অর্থলগ্নি স্থগিত রাখে বিশ্ব ব্যাঙ্ক এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক। প্রায় বছর খানেক আগে প্রকল্পটিতে যুক্তরাষ্ট্র বিনিয়োগ করতে চাইলেও নিজের দাবিতে অনড় থাকে দিল্লি। এ দিকে পাকিস্তানের শক্তি মন্ত্রণালয়ের চেয়ারম্যান মুজাম্মিল হুসেন জানিয়েছেন, বর্তমানে সিপিইসি-র আওতায় কোনো বড় আকারের পানিবিদ্যুত প্রকল্পের পরিকল্পনা নেই। এই কারণেই ডায়ামার-ভাসা বাঁধ নির্মাণ সম্পর্কে উৎসাহিত হয়েছে চীন ও পাকিস্তান। উল্লেখ্য, ২০০৬ সালে ডায়ামার-ভাসা বাঁধ প্রকল্পের ঘোষণা দেয় পাকিস্তান সরকার। ২০১১ সালে প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। গত ডিসেম্বর মাসে ৪৫০০ মেগাওয়াট বিদ্যুত উৎপাদনে সক্ষম পানিবিদ্যুত প্রকল্পটিতে আর্থিক বিনিয়োগের নৈতিক অনুমোদন দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। চলতি বছর শেষ হওয়ার আগে এ বিষয়ে কাজ শেষ করতে পাকিস্তানের বিদ্যুত সচিবকে নির্দেশও দেন শরিফ। রেডিও পাকিস্তান।



 

Show all comments
  • মানসুর ২১ জুন, ২০১৭, ১:২৪ পিএম says : 2
    এবার ভারতের আপত্তি করে কেন ?
    Total Reply(0) Reply
  • সাজ্জাদ ২১ জুন, ২০১৭, ১:২৫ পিএম says : 1
    আমার মতে অন্য দেশের সাথে সম্পৃক্ত কোন নদীতেই বাধ দেয়া উচিত নয়।
    Total Reply(0) Reply
  • Miah Muhammad Adel ২১ জুন, ২০১৭, ১১:৫৫ পিএম says : 0
    ফারাক্কা বাঁধ, তিস্তা বাঁধ, ও আরও অন্যান্য বাঁধ নির্মাণে তো কারও আপত্তি গ্রহণযোগ্য হয়ে থাকে না।
    Total Reply(0) Reply
  • ২৬ জুন, ২০১৭, ১০:৩০ এএম says : 0
    যেহেতু বাংলাদেশের আপত্তি ভারত শোনেনি, তাই আমিও চাই ভারতের আপত্তিও কেউ না শুনুক।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ