মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বিশ্বে আশঙ্কাজনক হারে বাড়ছে বাস্তুচ্যুতির সংখ্যা
ইনকিলাব ডেস্ক : বর্তমানে সারা বিশ্বে ৬ কোটি ৫৬ লাখ মানুষ উদ্বাস্তু হিসেবে জীবন কাটাচ্ছে। হয় তারা শরণার্থী হিসেবে অন্য দেশে আশ্রয় নিয়েছে, নতুবা নিজ দেশের ভেতরেই গৃহহীন জীবনযাপন করছে। প্রতি বছরই এ সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। বিশ্ব শরণার্থী দিবসকে কেন্দ্র করে প্রকাশিত ইউনাইটেড নেশনস হাইকমিশনার ফর রিফিউজির (ইউএনএইচসিআর) প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। যুদ্ধ বা নিপীড়নের কারণে গত বছর শেষে সাড়ে ছয় কোটির বেশি মানুষ তাদের বসতবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে বলে জাতিসংঘ জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে বিশ্বে উদ্বাস্তুর সংখ্যা ৬ কোটি ৫৬ লাখ, যা ব্রিটেনের মোট জনসংখ্যার চেয়ে বেশি। এর মধ্যে ২ কোটি ২৫ লাখ মানুষ শরণার্থীর জীবন বেছে নিতে বাধ্য হয়েছে। ৪ কোটি ৩ লাখ মানুষ নিজ দেশের ভেতরেই উদ্বাস্তু হিসেবে জীবন কাটাচ্ছে। আর ২৮ লাখ মানুষ বিভিন্ন দেশে আশ্রয় চেয়েছে। ২০১৬ সালে এ সংখ্যা আগের বছরের তুলনায় ৩ লাখ বেড়েছে। ইউএনএইচসিআরের প্রধান ফিলিপ্পো গ্রান্ডি বলেন, আমরা বিশ্বের বাস্তুচ্যুত মানুষের সংখ্যা হিসাব করতে শুরু করার পর এটাই সর্বোচ্চ সংখ্যা। তিনি বলেন, যেকোনো অর্থেই এ সংখ্যা মেনে নেয়া যায় না। বিশ্বে শরণার্থী সংখ্যা বৃদ্ধি রোধ এবং এ সংকটের সমাধানে ঐক্য ও সর্বজনীন উদ্যোগ প্রয়োজনÑ এ পরিসংখ্যান থেকেই তা স্পষ্ট হয়ে উঠেছে। সংস্থাটির হিসাবে সবচেয়ে বেশি উদ্বাস্তু হয়েছে যুদ্ধকবলিত সিরিয়ার নাগরিকরা। ২০১৬ সালের শেষে দেশটির ১ কোটি ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ছয় বছরের যুদ্ধে সিরিয়া থেকে ৫৫ লাখের বেশি মানুষ শরণার্থী হিসেবে দেশ ছেড়েছে। এর মধ্যে গত বছরই ৮ লাখ ২৫ হাজার মানুষ দেশত্যাগ করেছে। আরো ৬৩ লাখ সিরীয় উদ্বাস্তু হয়ে দেশের ভেতরেই বিভিন্ন আশ্রয়কেন্দ্রে বসবাস করছে। আফগানিস্তানে উদ্বাস্তু হয়েছে অন্তত ২৫ লাখ মানুষ। আর আফ্রিকার দেশ দক্ষিণ সুদানে উদ্বাস্তুর সংখ্যা ১৪ লাখ। সংঘাতের কারণে গত বছর প্রায় ৩ লাখ ৪০ হাজার মানুষ প্রতিবেশী উগান্ডায় আশ্রয় নিয়েছে। সংস্থাটির প্রতিবেদন অনুসারে, প্রায় ৫৩ লাখ ফিলিস্তিনি বর্তমানে শরণার্থী হিসেবে জীবনযাপন করছে। ইউএনএইচসিআর বলছে, বর্তমানে সবচেয়ে বেশি উদ্বাস্তু রয়েছে তুরস্কের আশ্রয়ে। দেশটিতে জায়গা পেয়েছে ২৯ লাখ মানুষ। রয়টার্স,বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।