Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

আফগানিস্তানে বন্দুক হামলায় নিহত ৮

| প্রকাশের সময় : ২১ জুন, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ পারওয়ানে মার্কিন ঘাঁটির কাছে গত সোমবার রাতে আকস্মিক এক হামলায় আট আফগান রক্ষী নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার স্থানীয় এক কর্মকর্তা একথা জানান। প্রাদেশিক এক নিরাপত্তা সূত্র বার্তা সংস্থা সিনহুয়াকে বলেন, সোমবার স্থানীয় সময় রাত ১০টার দিকে বন্দুকধারীরা বাগরাম বিমানঘাঁটির কাছে নৈশ প্রহরীদের লক্ষ্য করে এ হামলা চালায়। এ সময় ১০ নৈশ প্রহরী একটি গাড়িতে করে হটল দিচ্ছিল। এই হামলায় আট জন নিহত ও অপর দুই জন আহত হয়। রাজধানী কাবুল থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে বাগরাম বিমানঘাঁটিটি বিগত ১৬ বছর ধরে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর প্রধান সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। হামলাকারীরা হামলা চালিয়ে পালিয়ে যায়। এখন পর্যন্ত কোন গোষ্ঠী বা সংগঠন এই হামলার দায়িত্ব স্বীকার করেনি। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ