Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ১২

| প্রকাশের সময় : ২১ জুন, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : নাইজেরিয়ায় পাঁচ আত্মঘাতী নারীর বোমা হামলায় ১২ জন নিহত ও ১১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। জঙ্গিগোষ্ঠী বোকো হারামের জন্মস্থান হিসেবে পরিচিত দেশটির উত্তর-পূর্বাঞ্চলের শহর বর্নতে এ হামলা হয়। স্থানীয় পুলিশ এ তথ্য জানিয়েছে। এখন পর্যন্ত এ হামলার দায় কেউ স্বীকার না করলেও ধারণা করা হচ্ছে, এর পেছনে বোকো হারাম রয়েছে। কারণ জনসমক্ষে নারী আত্মঘাতীদের ব্যবহারের কৌশল সাধারণত এ জঙ্গিগোষ্ঠীরই। বর্ন স্টেট পুলিশের মুখপাত্র এ প্রসঙ্গে জানান, একটি মসজিদের পাশে প্রথম বোমা হামলায় সাত ব্যক্তি নিহত হয়েছেন। একটি বাড়িতে দ্বিতীয় হামলা করা হলে পাঁচজন প্রাণ হারান। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ