Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানে নৌবাহিনীর দুই কর্মকর্তা নিহত

| প্রকাশের সময় : ২১ জুন, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় নৌবাহিনীর দুই কর্মকর্তা নিহত ও অপর তিনজন আহত হয়েছে। গত সোমবার বেলুচিস্তানের গওয়াদর জেলায় জওয়ানি এলাকায় দুটি মোটরসাইকেল যোগে আসা বিচ্ছিন্নতাবাদীরা নৌবাহিনীর কর্মকর্তাদের বহনকারী গাড়িটিতে হামলা চালায় বলে মঙ্গলবার জানিয়েছে পুলিশ। ঘটনাস্থলটি চীনা বিনিয়োগে নির্মাণাধীন গওয়াদর সমুদ্র বন্দর থেকে ৮০ কিলোমিটার পশ্চিমে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা আব্দুল হাফিজ বালুচ জানিয়েছেন, জওয়ানি শহর থেকে ইফতার নিয়ে নিজেদের নৌঘাঁটিতে ফেরার সময় ওই সামরিক কর্মকর্তাদের বহনকারী গাড়িটি চোরাগোপ্তা হামলার শিকার হয়। হামলায় চার বিচ্ছিন্নতাবাদী অংশ নেয় বলে জানিয়েছেন তিনি। বালুচ বলেন, হামলাকারীদের নির্বিচার গুলিবর্ষণে একজন ঘটনাস্থলেই নিহত হন, আরেকজন হাসপাতালে নেয়ার পর মারা যান। বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মির (বিএলএ) এক মুখপাত্র হামলায় দায় স্বীকার করেছে। আহতদের করাচির হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার পর ওই এলাকায় নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। হামলাকারীদের ধরতে তল্লাশি অভিযানও শুরু করা হয়েছে। দ্য ডন, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ