Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মার্কিন নৌবাহিনীর শীর্ষ কমান্ডারের জাপান সফর

| প্রকাশের সময় : ২১ জুন, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মার্কিন নৌবাহিনীর শীর্ষ কমান্ডার মঙ্গলবার জাপান সফরে গেছেন। সপ্তাহান্তে এক দুর্ঘটনায় নিহত সাত নাবিকের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাত করতেই তিনি এ সফরে যান। এদিকে একটি বাণিজ্যিক জাহাজের সাথে মার্কিন রণতরির সংঘর্ষের কারণ উদঘাটনে তদন্ত কর্মকর্তারা তাদের তদন্ত কাজ চালিয়ে যাচ্ছেন। জাপানে মার্কিন নৌবাহিনীর প্রেস কর্মকর্তা কমান্ডার রন ফ্লান্ডার্স জানান, অ্যাডমিরাল জন রিচার্ডসন শোক সন্তপ্ত পরিবারের সদস্য ও দুর্ঘটনার শিকার ইউএসএস ফিটজেরাল্ডে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত করার জন্য টোকিও’র উপকণ্ঠে ইয়োকোসুকায় মার্কিন নৌবাহিনীর ঘাঁটিতে পৌঁছেছেন। জাহাজের সাথে ধাক্কায় মার্কিন নৌবাহিনীর ওই রণতরি মারাতœকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ