Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইয়েমেনে কলেরায় মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে

| প্রকাশের সময় : ২১ জুন, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুদ্ধ বিধ্বস্ত দেশ ইয়েমেনে কলেরায় আক্রান্ত হয়ে গত ২৭ এপ্রিল থেকে এ পর্যন্ত ১ হাজার ১৪৬ জন মারা গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু’র বরাত দিয়ে বার্তা সংস্থা মঙ্গলবার জানায়, এখন পর্যন্ত ইয়েমেনে মোট ১ লাখ ৬৬ হাজার ৯৭৬ জন কলেরা রোগে আক্রান্ত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েব সাইটে প্রকাশিত তথ্যে বলা হয়, দেশটির গভর্ণর শাসিত ২৩টি এলাকার মধ্যে ২০টিতেই এই চিত্র। এর আগে ইউনিসেফ জানায়, বিগত দুই সপ্তাহে দেশটিতে ১ লাখ ৩০ হাজার শিশু কলেরাতে আক্রান্ত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আশংকা করছে, আগামী মাসে শিশু আক্রান্তের সংখ্যা প্রায় ৩ লাখে দাঁড়াতে পারে । গৃহযুদ্ধের কারণে ইয়েমেনের সার্বিক পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। দেশটির জনগণের দুই তৃতীয়াংশেরই মানবিক সাহায্য প্রয়োজন। সিনহুয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ