Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে পাকিস্তানে?

| প্রকাশের সময় : ২০ জুন, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : আন্ডারডগ হিসেবে আসর শুরু করে বিরাট কোহালির ভারতকে শুধু উড়িয়েই দিল না পাকিস্তান পঁচিশ বছর আগে মেলবোর্নে ইমরান খানের হাতে বিশ্বকাপ ওঠার পর এই প্রথম ওয়ানডেতে কোনও আন্তর্জাতিক শিরোপা জিতল পাকিস্তান। সেই সুযোগে আবারো নিজেদের মাঠে ক্রিকেট ফেরানোর অনুরোধ জানালো পাকিস্তান। শিরোপা জেতার পর পাক অধিনায়ক সরফরাজ আহমেদ সাংবাদ সম্মেলনে এমন আশাবাদ ব্যক্ত করেন।
এ নিয়ে অবশ্য পাল্টা প্রশ্নও উঠছে। তা হলো, ইংল্যান্ডে জেতার সঙ্গে পাকিস্তানে ক্রিকেট ফেরার কী সম্পর্ক থাকতে পারে? পাকিস্তানে ক্রিকেট বন্ধ হয়েছিল শ্রীলঙ্কার ক্রিকেটারদের উপর ভয়ঙ্কর জঙ্গি হামলার জেরে। ২০০৮-’০৯ মৌসুমের সেই ন্যক্কারজনক ঘটনার পর থেকে ক্রিকেট থেকে নির্বাসনে পাকিস্তান। এমনকী, আইপিএলের আদলে তাদের নিজেদের ক্রিকেট লিগ, পাকিস্তান সুপার লিগও দুবাইয়ে করতে হয়েছে। কারণ বিদেশি ক্রিকেটারেরা পাকিস্তানে খেলতে যেতে রাজি নন।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সরফরাজ বলেন, ‘আশা করছি এই জয় পাকিস্তান ক্রিকেটকে অনেকদুর এগিয়ে নিয়ে যাবে। একইসাথে বড় দলগুলো পাকিস্তানে আসতে আগ্রহ দেখাবে। আশা করছি এই জয় সকলে মনে রাখবে, শুধুমাত্র আজ বা আগামীকালের জন্য নয়, দীর্ঘদিন তারা এজন্য পাকিস্তান ক্রিকেটকে স্মরণ করবে।’ তিনি বলেন, ‘আমরা আশা করব এবার পাকিস্তানে ক্রিকেট ফিরবে। আশা করব, সব দল আমাদের দেশে খেলতে আসবে।’
পাকিস্তানী প্রধান কোচ মিকি আর্থারও এই সিরিজের ব্যাপারে দারুন আশাবাদী। তিনি বলেন, তিনটি টি-২০ ম্যাচ খেলতে সেপ্টেম্বরে বিশ^ একাদশ পাকিস্তানে আসছে। আমরা সিরিজটির জন্য মুখিয়ে আছি। আশা করছি এর মাধ্যমে ভবিষ্যতের সফরগুলোর দ্বার উন্মোচিত হবে। আমরা শুধুমাত্র আশাই করতে পারি।’
এদিকে আইসিসিও আগামী সেপ্টেম্বরে বিশ^ একাদশকে পাকিস্তানে পাঠানোর ব্যপারে আগ্রহ প্রকাশ করেছে। এই সফরের মাধ্যমে পাকিস্তানে পুনরায় আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে নেয়ার একটি পথ তৈরী হবে বলেই সকলে আশা প্রকাশ করেছেন। এ সম্পর্কে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের সভাপতি ও আইসিসি’র পাকিস্তান টাস্ক ফোর্সের প্রধান জাইলস ক্লার্ক বলেছেন, ‘এই ম্যাচের মাধ্যমে পাকিস্তানী সমর্থকরা অন্তত ঘরের মাটিতে বিশ^সেরা খেলোয়াড়দের পারফরমেন্স দেখার একটি সুযোগ পাবে। ক্রিকেট যে পাকিস্তান থেকে হারিয়ে যায়নি, এটা আগেই প্রমাণিত হয়েছে।’



 

Show all comments
  • মাহমুদ ২০ জুন, ২০১৭, ১১:৪৫ এএম says : 0
    পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরা উচিত।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ