Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিসিসিআই লোগো নিয়ে বিতর্ক!

| প্রকাশের সময় : ২০ জুন, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : বিসিসিআই-এর লোগো নিয়ে বিতর্ক শুরু হলো। এই লোগো নিয়ে প্রশ্ন তুললো সেন্ট্রাল ইনফরমেশন কমিশন (সিআইসি)। কমিশনের তরফ থেকে বলা হলো, ‘বিসিসিআই যে প্রতীক ব্যবহার করে সেটা ব্রিটিশ আমলে ব্রিটিশদের সব থেকে পছন্দের রাজাকে দেওয়া ‘স্টার অফ ইন্ডিয়া’ সম্মানের লোগোর মতই দেখতে। কেন এখনও ব্রিটিশদের তৈরি লোগো ব্যবহার করছে ভারতের ক্রিকেট বোর্ড? যে লোগো তৈরি করা হয়েছিল ১৯২৮ সালে।
সিআইসি’র প্রশ্ন, ‘আমরা এখনও ব্রিটিশ ধ্যান-ধারণা সঙ্গে নিয়ে কেন চলছি ? কেউ কী সেটা খেয়াল করেছে বিসিসিআই এখনও তা ব্যবহার করে যাচ্ছে। আমাদের দলের পতাকায়ও সেটা রয়েছে।’ তারা আরও প্রশ্ন তোলে, কেন সরকার এই লোগো পরিবর্তন করে পুরোপুরি ভারতীয় লোগো তৈরি করেনি। সেখানে কেন পতাকার রঙ বা অশোকচক্রের মতো লোগো করা হল না। বিসিসিআই’র কাজ বিষয়ক নানা দিকে নজর রাখছে সিআইসি। তার মধ্যেই উঠেলো এই প্রশ্ন।- সুত্র আনন্দবাজার পত্রিকা



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ