মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ভারতীয় এক নারী ভূপৃষ্ঠ থেকে ৩৫ হাজার ফুট উপরে এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। আন্তর্জাতিক রুটের একটি বাণিজ্যিক ফ্লাইটে তিনি এ সন্তানের জন্ম দেন। গতকাল জেট এয়ারওয়েজের এক বিবৃতিতে বলা হয়, এ এয়ারলাইনের রোববারের একটি ফ্লাইটে ২০ বছর বয়সী গর্ভবতী ভারতীয় এ নারীর নির্ধারিত সময়ের আগেই প্রসব ব্যাথা ওঠে। ফলে তাকে ৩৫ হাজার ফুট উপরে সন্তানের জন্ম দিতে হয়েছে।
জেট এয়ারওয়েজ সউদী আরবের দাম্মান ও ভারতের দক্ষিণাঞ্চলীয় কেরালা রাজ্যের মধ্যে ফ্লাইট পরিচালনা করে থাকে। সন্তান জন্ম দেয়া এ নারীর নাম প্রকাশ করা হয়নি।
বিবৃতিতে আরো বলা হয়, ওই বিমানে থাকা এক চিকিৎসক ও এয়ারলাইন স্টাফ সন্তান প্রসবে সাহায্য করে। এ কারণে বোয়িং ৭৩৭ ফ্লাইটটি দিক পরিবর্তন করে মুম্বাইয়ে অবতরণ করে। সেখানে ওই নারী ও তার নবজাতক শিশুকে বিমানবন্দরের কাছের একটি হাসপাতালে ভর্তি করা হয়।
মুম্বাইয়ের হলি স্পিরিট হাসপাতালের এক কর্মকর্তা বলেন, মা ও শিশু পুত্র দু’জনেই ভাল আছেন। সন্তান জন্ম দেয়ার সময় ভারতীয় এ নারী জানান , তিনি আনুমানিক ৩২ সপ্তাহের অন্তঃসত্ত¡া ছিলেন। সূত্র : এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।