Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২০১৮ টি-২০ বিশ্বকাপ হচ্ছেই না!

| প্রকাশের সময় : ১৯ জুন, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : টি-২০ বিশ্বকাপের সপ্তম আসর হবার কথা ছিল আগামী বছর। তবে শীর্ষ দলগুলো দ্বিপাক্ষিক সিরিজে ব্যস্ত থাকায় ২০১৮’র পরিবর্তে ২০২০ সালে অনুষ্ঠিত হবে ক্ষুদ্র সংস্করণের সবচেয়ে মর্যাদার এই আসরটি। গতকাল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) উচ্চ পর্যায়ের একটি সূত্র জানিয়েছেÑ আইসিসি টি-২০ বিশ্বকাপের পরবর্তী আসর ২০২০ সালে অনুষ্ঠিত হবে। তবে কোথায় অনুষ্ঠিত হবে তা এখনো সিদ্ধান্ত হয়নি। আইসিসির গুরুত্বপূর্ণ এক কর্মকতা ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে জানান, ‘হ্যাঁ, এটা সত্যি যে, টি-২০ বিশ্বকাপের ২০১৮ আসর আমরা বাদ দিচ্ছি। সদস্য দেশগুলো অনেক দ্বিপাক্ষিক সিরিজে ব্যস্ত থাকবে, ফলে ২০১৮ সালে এ টুর্নামেন্ট আয়োজন সম্ভব নয়। দেখুন, কোন ভেন্যুর বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয় হয়নি।’ সূত্রটি আরো জানায়, ‘হ্যাঁ, ২০২০ সালে টুর্নামেন্ট মাঠে ফিরবে। দক্ষিণ আফ্রিকা অথবা অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে পারে সপ্তম আসর। দ্বিপাক্ষিক সিরিজ ছাড়াও আইসিসি’র অনেক ইভেন্ট হচ্ছে। সদস্য দেশগুলোও টুর্নামেন্ট পিছানোর পক্ষে।’



 

Show all comments
  • মাতিন সেখ ১৯ জুন, ২০১৭, ২:১৭ পিএম says : 0
    ভারতে নিউজ টি পড়ার মাধ্যমকি?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ