মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : মসুলে ইসলামিক স্টেটের (আইএস) শেষ ঘাঁটি ওল্ড সিটিতে অভিযান শুরু করেছে ইরাকি বাহিনী। বিশেষ বাহিনী পশ্চিম দিক থেকে এবং দক্ষিণ দিক থেকে আরেকটি বাহিনী ওল্ড সিটির দখল নিতে এগুতে শুরু করেছে বলে ইরাকি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। জাতিসংঘ জানিয়েছে,ওল্ড সিটিতে প্রায় এক লাখ বেসামরিক নাগরিক আটকা পড়েছে। চাইলে তারা ওই এলাকা ছেড়ে বের হয়ে যাতে পারে বলে ইরাকি বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। গত দুই সপ্তাহে মসুলের পশ্চিমে ২৩০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এদের মধ্যে কেউ বিমান ও রকেট হামলায়, অন্যরা পালানোর চেষ্টার সময় আইএসের স্নাইপারদের গুলিতে নিহত হয়েছে। ইরাকি বাহিনী জানিয়েছে, ওল্ড সিটিতে অবস্থানরত আইএসের যোদ্ধাসংখ্যা তারা জানেন না। যেসব বাসিন্দা শহর ছেড়ে পালিয়ে আসতে সক্ষম হয়েছেন, তারা জানিয়েছেন, শহরের অনেক বাসিন্দা খাদ্য ও পানীয় সংকটে ভুগছে। মার্কিন সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে গত নয় মাস ধরে মসুল দখল করতে অভিযান চালাচ্ছে ইরাকি বাহিনী। গত অক্টোবরে শহরের পূর্বাংশ দখলে সক্ষম হয়েছে ইরাকি বাহিনী। বিবিসি,রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।