Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুসলিম উদ্বাস্তুদের আশ্রয় দিয়েছে গির্জা

| প্রকাশের সময় : ১৯ জুন, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে খ্রিস্টান জঙ্গি দল অ্যান্টি-বালাকার হাত থেকে পালিয়ে গির্জায় আশ্রয় নিয়েছে মুসলিমরা। এক মাসেরও বেশি আগে গির্জায় আশ্রয় নেওয়া এ লোকজন দেশটির দক্ষিণ-পূর্বে একটি ক্যাথলিক গির্জায় ছিল। গত মে মাসের মাঝামাঝি ভয়াবহ সহিংসতা থেকে বাঁচতে বাঙ্গাসু শহরের একটি ক্যাথেড্রালে আশ্রয় নেয় অন্তত ১ হাজার ৫০০-এরও বেশি উদ্বাস্তু, যাদের অধিকাংশই মুসলিম। গির্জার পাদ্রি আলাঁ বেøইস বিসিয়ালো জানান, ঘরে ফেরার নিরাপদ পরিবেশ এখনও নিশ্চিত হয়নি। শহরে বন্দুক হাতে লোকজন ঘুরে বেড়াচ্ছে। তাই উদ্বাস্তুদের মধ্যে হতাশা ও অস্থিরতা ক্রমশ বাড়ছে। গত ১৩-১৪ মে অ্যান্টি-বালাকা বাঙ্গাসু শহরের তোকোয়ো এলাকায় ক্রমাগত হামলা চালালে শহরটিতে বর্তমান পরিস্থিতির সূচনা হয়। অ্যান্টি-বালাকা প্রধানত খ্রিস্টানদের নিয়ে গঠিত। তোকোয়ো প্রধানত মুসলিম এলাকা। হাজারো লোক স্থানীয় মসজিদে আশ্রয় নেয়। কিন্তু পরে মসজিদেও হামলা চালানো হয় এবং মসজিদটির ইমাম নিহত হন। মসজিদে আশ্রয় নেওয়া লোকজনকে বাঁচাতে স্থানীয় ক্যাথলিক পাদ্রি তোকোয়োতে ট্রাক পাঠিয়ে যত সম্ভব মানুষকে গির্জায় নিরাপদ আশ্রয়ে নিয়ে আসতে বলেন। গত শুক্রবার রেড ক্রসের স্থানীয় শাখার প্রেসিডেন্ট আতোঁয়ান মবাও বোগো বলেন, শেষ হিসেব অনুযায়ী, মে মাসের মাঝামাঝি থেকে সহিংসতায় অন্তত ১৫০ জন নিহত হয়েছে। তবে সংখ্যাটি বাড়তে পারে। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ