মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : কলম্বিয়ার রাজধানী বোগোটাতে বোমা হামলায় তিন নারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১১ জন। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম। সরকার একে সন্ত্রাসী হামলা বলে দাবি করেছে। তবে কে বা কারা এই হামলা চালিয়েছে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছুই জানা যায়নি। গত শনিবার বিকেলে রাজধানীর উত্তরে একটি শপিং সেন্টারে বোমাটির বিস্ফোরণ ঘটে। বাবা দিবসের কেনাকাটার জন্য ওই সময় শপিংমলটিতে বেশ ভীড় ছিল। কর্তৃপক্ষ জানিয়েছে, শপিং সেন্টারে নারীদের টয়লেটে পেতে রাখা ছোটা বোমার বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে বলে তাদের বিশ্বাস। বোগোটার মেয়র এনরিক পেনালোসা জানিয়েছেন, নিহতদের মধ্যে একজন ফরাসি নাগরিক। তিনি নগরীর দক্ষিণে অবস্থিত একটি স্কুলে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতেন। মেয়র বলেছেন, সেন্ট্রো আনদিনো মলে এই কাপুরুষোচিত হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।