মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ২০১৫ সালে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে নাম ঘোষণার পর থেকে এখন পর্যন্ত মোট তিন দফা আর্থিক বিবরণী পেশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি প্রকাশিত আর্থিক বিবরণীতে আয়ের পাশাপাশি ট্রাম্পের ব্যবসায়িক ঋণের পরিমাণও উল্লেখ করা হয়েছে। বিবরণ অনুযায়ী, প্রেসিডেন্সিয়াল ক্ষমতাগ্রহণের কারণে ব্যবসা থেকে সরে দাঁড়ানোর পরও মার-আ-লাগো রিসোর্ট থেকে শুরু করে হোটেল ব্যবসাসহ আরো বেশকিছু ক্ষেত্রে ট্রাম্পের আয় কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। ৯৮ পৃষ্ঠার একটি আর্থিক বিবরণী গত শুক্রবার বিকালে প্রকাশ করেছে গভর্নমেন্ট এথিক্স অফিস। বিবরণীতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের প্রথম তিন মাসসহ মোট সাড়ে পনেরো মাসের আর্থিক চিত্র তুলে ধরা হয়েছে। তবে বিবরণীটি ট্রাম্পের আয়, সম্পদ ও দেনার একটি অসম্পূর্ণ চিত্র তুলে ধরেছে। বিবরণী অনুযায়ী, সাড়ে পনেরো মাসে ট্রাম্পের আয়সহ রাজস্বের পরিমাণ ৫২ কোটি ৮৯ লাখ ডলার ছাড়িয়ে গেছে। যার মধ্যে ওয়াশিংটনের ডোনাল্ড ট্রাম্প হোটেল থেকে এসেছে ২ কোটি ডলার। এছাড়া গত এক বছরে ডোনাল্ড ট্রাম্প মার্কস ভ্যাঙ্কুবার (রয়্যালটি বাবদ আয় ৫০ লাখ ডলার) ও ডোনাল্ড ট্রাম্প টাওয়ার কলকাতাসহ (রয়্যালটি বাবদ আয় ১০ লাখ ডলার) নতুন ছয়টি সম্পদের মালিক হয়েছেন ট্রাম্প। প্রেসিডেন্ট পদে দায়িত্বগ্রহণের পর ট্রাম্প যে ছয়টি ব্যবসায়িক প্রতিষ্ঠান ভ্রমণ করেছেন, তা থেকে প্রায় ১৩ কোটি ২৭ লাখ ডলার রাজস্ব এসেছে। এর মধ্যে ফ্লোরিডার পাম বিচে অবস্থিত মার-আ-লাগো ক্লাবও রয়েছে। বর্তমানে ক্লাব সদস্যদের বার্ষিক চাঁদার পরিমাণ বাড়িয়ে ২ লাখ ডলার করেছেন ডোনাল্ড ট্রাম্প। চলতি বছর এ ক্লাব থেকে ৩ কোটি ৭০ লাখ ডলার রাজস্ব এসেছে, যা গত বছরের তুলনায় ৭০ লাখ ডলার বেশি। এছাড়া গত বছরের সেপ্টেম্বরে কার্যক্রম শুরু করা ওয়াশিংটনস্থ ডোনাল্ড ট্রাম্প হোটেলের ১ কোটি ৯৭ লাখ ডলার রাজস্ব অর্জিত হয়েছে। এছাড়া শেয়ার, বন্ড ও মিউচুয়াল ফান্ড থেকে এসেছে ২৫ লাখ থেকে ১ কোটি ৫৫ লাখ ডলার। প্রেসিডেন্টের মুখপাত্র জানান, গত বছর ডিসেম্বরে যাবতীয় শেয়ার বিক্রি করে দেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে তিনটি চেকিং ও সঞ্চয়ী হিসাবে ট্রাম্পের অন্তত ৫ কোটি ৭০ লাখ ডলার জমা আছে বলে জানা গেছে। আইন অনুযায়ী, ২০১৮ সালের আগে আর্থিক বিবরণী প্রকাশ করতে বাধ্য নন ট্রাম্প। তবে স¤প্রতি প্রেসিডেন্সিয়াল নির্বাচনে রুশসংশ্লিষ্টতা ও এ ব্যাপারে ট্রাম্পের নির্বাচনী প্রচারণা উপদেষ্টাদের হস্তক্ষেপের বিষয়ে তদন্ত শুরু করেছেন বিশেষ কৌঁসুলি রবার্ট মুলার। এমন অবস্থায় অনেকটা আগেভাগেই আর্থিক বিবরণী প্রকাশ করেছে মার্কিন প্রশাসন। উল্লেখ্য, প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণের তিনদিন আগে অর্থাৎ ১৭ জানুয়ারি ডোনাল্ড জুনিয়র ও এরিক পরিচালিত ট্রাস্টের কাছে ট্রাম্প অর্গানাইজেশনের দায়িত্ব অর্পণ করেন ডোনাল্ড ট্রাম্প। এছাড়া একই মাসে মোট ৪৭৬টি ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে পদত্যাগ করেন তিনি। বøুমবার্গ, এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।