নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ স্পোর্টস জার্নালিষ্টস কমিউনিটির (বিএসজেসি) সাবেক সভাপতি, এনটিভির ক্রীড়া সম্পাদক ও বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক নাসিমুল হাসান দোদুলের পিতা সৈয়দ আবুল মনসুর গতকাল (শনিবার) সকালে বার্ধক্যজনিত কারণে শান্তিবাগস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলায়হির রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ বছর। তিনি স্ত্রী, পাঁচ পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী ও আতœীয়-স্বজন রেখে যান। কাল বাদ আসর শান্তিবাগ জামে মসজিদে নামাজে জানাযা শেষে মরহুমের মরদেহ শাহজাহানপুর কবরস্থানে দাফন করা হয়। সৈয়দ আবুল মনসুরের মৃত্যুতে বাংলাদেশ স্পোর্টস জার্নালিষ্টস কমিউনিটি, বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিষ্টস অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।