Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বি.এম.এল সভাপতির স্ত্রীর মৃত্যুতে দোয়া মাহফিল

প্রকাশের সময় : ৮ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ মুসলিম লীগ বি.এম.এল সভাপতি এ.এইচ.এম কামরুজ্জামান খানের সহধর্মিণী সৈয়দা রিফাত আরা খানম-এর আকস্মিক মৃত্যুতে বাংলাদেশ মুসলিম লীগ গতকাল বিকালে পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে তার রূহের মাগফিরাত কামনায় এক আলোচনা সভার আয়োজন করে। ভারপ্রাপ্ত সভাপতি আবদুল আজিজ হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহাফিলে প্রধান বক্তা ছিলেন দলীয় মহাসচিব কাজী আবুল খায়ের। বিশেষ অতিথি ছিলেন বি.এম.এল মহাসচিব এডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী ও ইসলামী আন্দোলন ঢাকা মহানগর সভাপতি অধ্যক্ষ এ.টি.এম হেমায়েত উদ্দিন প্রমুখ অংশগ্রহণ করেন।
আলোচকবৃন্দ বলেন, একটি সম্ভ্রান্ত মুসলিম লীগ পরিবারে জন্মগ্রহণ করে আজীবন অপর একজন বনেদী মুসলিম লীগ নেতার স্ত্রী ও পুত্রবধূ হয়েও তিনি খুবই সরল ও সাদাসিধা জীবনযাপন করে গেছেন। একজন পর্দানশীল নিরহংকারী মহিলা হিসাবে তিনি ছিলেন সকলের শ্রদ্ধার পাত্র, যা হতে পারে প্রতিবেশী দেশের সংস্কৃতি আগ্রাসনকে আধুনিকতা ভাবা মেয়েদের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত। আলোচনা শেষে তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বি.এম.এল সভাপতির স্ত্রীর মৃত্যুতে দোয়া মাহফিল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ