মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, মার্কিন নৌবাহিনীর সঙ্গে দেশটির নৌবাহিনীর বড় ধরনের সামরিক মহড়া শেষ হয়েছে। বিতর্কিত দক্ষিণ চীন সাগরে এ মহড়া চালানো হয়েছে। মহড়ায় মার্কিন পরমাণু শক্তিচালিত রণতরি ইউএসএস রোনাল্ড রিগ্যান এবং জাপানের হেলিকপ্টারবাহী ইজমো শ্রেণির সর্ববৃহৎ যুদ্ধজাহাজ অংশ নিয়েছে এতে। মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত তিন দিনের মহড়ায় জাপানের একটি গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধজাহাজও অংশ নিয়েছে। বিতর্কিত দক্ষিণ চীন সাগরে এ মহড়া চলেছে। চীন এবং তাইওয়ান এ সাগরের বেশির ভাগ অংশের ওপর নিজেদের সার্বভৌমত্ব দাবি করে আসছে। এ ছাড়া, এ সাগরের ওপর মালিকানা দাবি করছে ব্রুনাই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, থাইল্যান্ড, সিঙ্গাপুর এবং ভিয়েতনাম। এনএইচকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।