Inqilab Logo

সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

রাশিয়া-ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা সিনেটে অনুমোদিত

| প্রকাশের সময় : ১৮ জুন, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : রাশিয়া ও ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের বিল মার্কিন সিনেটে সর্বসম্মতভাবে পাস হয়েছে। বিলটি এখন হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে পাঠানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মস্কোর বিরুদ্ধে গৃহীত পদক্ষেপ যাতে শিথিল করতে না পারে, সেজন্য এ পদক্ষেপ নেয়া হয়েছে। সন্ত্রাসবাদে অব্যাহত সমর্থনের অপরাধে তেহেরানকে শাস্তি দেয়ার জন্য গৃহীত এ পদক্ষেপের পক্ষে ভোট দিয়েছেন ৯৮ জন। আর এর বিপক্ষে ভোট পড়েছে মাত্র দুটি। বৃহস্পতিবার এ বিল পাস করা হয়। এছাড়া গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের জন্য রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে শাস্তি দেয়াও এর লক্ষ্য। এ নিষেধাজ্ঞা যাতে হোয়াইট হাউজ প্রত্যাহার করতে না পারে, সেজন্য এটি কঠোর করা হয়েছে। ভোটের আগে শীর্ষ সিনেট ডেমোক্র্যাট চাক শুমার বলেন, আমাদের নির্বাচনে হস্তক্ষেপের জন্য শুধু রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞার বিলটি পাস করা হবে না। বিদ্যমান নিষেধাজ্ঞাকে আমরা আইনে পরিণত করতে চাই। যাতে প্রেসিডেন্ট কখনো নিজের ক্ষমতাবলে এটি প্রত্যাহার করতে না পারেন। রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল, স্থগিত ও শেষ করতে হলে কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন হবে। বিলটিতে মূলত ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা জারির কথা ছিল। তবে চলতি সপ্তাহের শুরুতে আইনপ্রণেতারা সেটি সংশোধন করে এর সঙ্গে রাশিয়াকেও যুক্ত করে। এমন একসময় রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের বিল পাস করা হলো, যখন ২০১৬ সালের নির্বাচনকে প্রভাবিত করতে ট্রাম্পের প্রচার শিবিরের সঙ্গে রাশিয়ার সংশ্লিষ্টতা নিয়ে সংকটে রয়েছে
হোয়াইট হাউজ। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ