Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রেক্সিট-স্টাইলের গণভোট চায় ইইউ নাগরিকরা

| প্রকাশের সময় : ১৮ জুন, ২০১৭, ১২:০০ এএম

গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার পরিচালিত জরিপ
ইনকিলাব ডেস্ক : ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) থাকবে কি থাকবে না, এমন প্রশ্নের জবাবে মতামত প্রদানের লক্ষ্যে ব্রেক্সিট-স্টাইলের একটি গণভোটে অংশগ্রহণ করতে ইচ্ছুক জোটভুক্ত দেশের নাগরিকরা। স¤প্রতি ওয়াশিংটন-ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার পরিচালিত এক জরিপে এ কথা উঠে এসেছে। ব্রিটেনসহ ইইউর ১০টি দেশের মোট ৯ হাজার ৯৩৫ জনের ওপর জরিপ পরিচালনা করে পিউ রিসার্চ সেন্টার। ইইউর মোট জনসংখ্যার ৮০ শতাংশ এসব দেশের নাগরিক। পিউ জরিপে অংশগ্রহণকারীদের (ব্রিটিশ নাগরিক ব্যতীত) ৫৩ শতাংশ জোটের সদস্যপদ অব্যাহত রাখার বিষয়ে মতামত প্রদানের লক্ষ্যে গণভোট আয়োজন করতে ইচ্ছুক। তবে ইইউ ত্যাগের অভিপ্রায় ব্যক্ত করেছেন জরিপে অংশগ্রহণকারীদের মাত্র ১৮ শতাংশ। জোট থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তকে সর্বোচ্চ সমর্থন প্রদান করেছেন গ্রিস ও ইতালির অংশগ্রহণকারীরা। যদিও সেসব দেশের অধিকাংশ মানুষ ইইউর সদস্যপদ ধরে রাখার পক্ষে। এদিকে জরিপে অংশগ্রহণকারীদের ৬৯ শতাংশ মনে করেন, ব্রেক্সিট কার্যকর হলে তা এ অঞ্চলে নেতিবাচক প্রভাব ফেলবে এবং এ মতামতের সঙ্গে একমত পোষণ করেন ৪৮ শতাংশ ব্রিটিশ নাগরিক। এছাড়া জরিপের ৭৪ শতাংশ অংশগ্রহণকারী অভিবাসী এবং ৫১ শতাংশ অংশগ্রহণকারী বাণিজ্য-বিষয়ক আলোচনা জোট নয় বরং স্থানীয় সরকারের নিয়ন্ত্রণাধীন রাখতে চান। উল্লেখ্য, আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের সঙ্গে ব্রেক্সিট আলোচনা শুরু করবে ইইউ। ব্রাসেলস ব্রিটেনের সঙ্গে এমন একটি ব্রেক্সিট চুক্তি চূড়ান্ত করতে চায়, যাতে করে আর কোনো সদস্য রাষ্ট্র জোট ত্যাগে উৎসাহিত না হয়। এদিকে জরিপের ফলাফল এটাই তুলে ধরেছে যে, ব্রেক্সিট কার্যকরের আগে ব্রিটেনের কাছ থেকে পাওনা আদায় করতে কতটা চাপের মুখে রয়েছেন ইইউ নেতারা। বøুমবার্গ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ