Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ্বীপ হস্তান্তরের প্রতিবাদে মিসরে বিক্ষোভ

| প্রকাশের সময় : ১৭ জুন, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : লোহিত সাগরের জনবসতিহীন দ্বীপ তিরান ও সানাফি সউদী আরবের কাছে হস্তান্তরের প্রতিবাদে মিসরের রাজধানী কায়রোতে বিক্ষোভের ডাক দিয়েছিলেন বিরোধীরা। বিক্ষোভ শুরুর আগেই গ্রেফতার করা হয়েছে অন্তত ৪০ জনকে। অনলাইনে পারস্পরিক যোগাযোগের মাধ্যমে গতকাল শুক্রবার কায়রোর তাহরীর স্কয়ারে বিক্ষোভ সমাবেশের ডাক দেয়া হয়। বৃহস্পতিবার কায়রো ছাড়াও অন্তত ১০টি রাজ্য থেকে তাহরীর স্কয়ারে জড়ো হতে শুরু করেন বিক্ষোভকারীরা। এসময় দেশটির বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয় অন্তত ৪০ জনকে। মিসরের আইনজীবী আবদুল আজিজ জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ইফতারের পরে আটক অভিযান পরিচালনা করে পুলিশ। গ্রেফতারকৃতদের অধিকাংশই ধর্মনিরপেক্ষ ন্যাশনাল ডেমোক্র্যাটিক পার্টির (এনডিপি) সদস্য। গত বুধবার দ্বীপ হস্তান্তর প্রক্রিয়া এগিয়ে নিতে দুদেশের মধ্যে যৌথ সাংবিধানিক প্যানেল গঠিত হয়। এর পরপরই বিক্ষোভের ডাক দেন বিরোধীরা। প্রসঙ্গত, গালফ অব আকাবার সম্মুখে অবস্থিত দ্বীপ দুটি লোহিত সাগরের খুবই কৌশলগত গুরুত্বপূর্ণ অংশ। এর চারপাশে ইসরাইল, জর্ডান, মিসর ও সউদী আরবের সীমান্ত রয়েছে। ২০১৫ সালের এপ্রিলে দ্বীপ দুটি সউদীর কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেয়ার পর দেশটিতে আন্দোলন ও সমালোচনার ঝড় বয়ে যায়। এ ঘটনায় সেসময় ১৫০ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া সউদী বাদশাহ তার সফরে মিসরকে কয়েক কোটি ডলার অর্থসহায়তা দেয়ার ঘোষণা দেন। অনেকেই অভিযোগ তুলেন, মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি দ্বীপ দুটি সউদীর কাছে বিক্রি করে দিয়েছেন। যদিও এ অভিযোগ প্রত্যাখ্যান করে তিনি বলেন, দ্বীপ দুটি সবসময়ই সউদী আরবের মালিকানাধীন ছিল। আন্দোলনের মুখে দ্বীপ হস্তান্তর প্রক্রিয়া আদালতে গড়ায়। নিম্ন আদালতের পরে দেশটির সর্বোচ্চ আদালতও সরকারের এ পরিকল্পনার বিরুদ্ধে রায় দেন। কিন্তু সিসি সরকার এ পরিকল্পনা বাস্তবায়নে বদ্ধপরিকর। তাই আইনি বাধা দূর করতে গঠিত হয় বিশেষ আদালত। এ আদালত সরকারের পরিকল্পনার পক্ষে রায় দেয়। দেশটির পার্লামেন্টের অনুমতি নিয়ে পরিকল্পনা বাস্তবায়নে উদ্যোগী হন প্রেসিডেন্ট সিসি। তার এ উদ্যোগের বিরুদ্ধে পথে নেমেছেন মিসরীয়রা। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ