Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইএসের নিন্দায় অস্ট্রিয়ার ৩শ’ ইমাম

| প্রকাশের সময় : ১৭ জুন, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : প্রায় ৩শ’ জন অস্ট্রিয়ান ইমাম একটি ঘোষণায় স্বাক্ষর করেছেন যাতে আইএসকে ইসলামে বিশ্বাসী ‘কুলাঙ্গার’ হিসেবে আখ্যায়িত করে মুসলমানদের তাদের সমাজে বৃহত্তর ভূমিকা রাখার আহŸান জানানো হয়েছে।

অস্ট্রিয়া ইসলামী ধর্মীয় স¤প্রদায় (আইজিজিও) ভিয়েনায় ‘চরমপন্থা, সহিংসতা ও সন্ত্রাসের’ বিরুদ্ধে ঘোষণাপত্রটি স্বাক্ষর করেছে ‘যাতে বলা হয়েছে যে’ আইএস সন্ত্রাসীদের অত্যাচার ইসলাম বিরোধী এবং নিন্দনীয়’।
এতে আরো বলা হয়েছে ‘এই সন্ত্রাসীরা তাদের রাজনৈতিক লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের শান্তির ইসলাম ধর্মের অপব্যবহার করছে’।
স্বাক্ষরকারী ইমামদের মধ্যে কমপক্ষে ১৮০ জন ভিয়েনার একটি মসজিদের সামনে সমবেত হন এবং তারা ‘আমরা চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ’ শীর্ষক ব্যানার বহন করেন।
আইজিজিও প্রেসিডেন্ট ইব্রাহীম ওলগুন তার ভাষণে বলেন, যে ধর্ম শান্তির কথা বলে সেটাতে মৌলবাদী, সন্ত্রাসী বা সন্ত্রাসবাদের কোন স্থান নেই। ইসলাম ধর্ম সহিংস চরমপন্থীদের দ্বারা কলুষিত হয়েছে।
ঘোষণায় আরো বলা হয়েছে, ‘আমরা অস্ট্রিয়ান ইমামগণ সমাজের অংশ হিসেবে শান্তিপূর্ণ সহ-অবস্থান বজায় রাখার স্বার্থে সম্ভব সবকিছু করে যাব। সমাজের সকল শ্রেণির সমতা বজায় রাখার লক্ষ্যে সবকিছু করা হবে বলে ঘোষণায় বলা হয়েছে’। সূত্র : দি ইন্ডিপেন্ডেন্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ