নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : আগামী ৬ থেকে ৯ জুলাই পর্যন্ত হওয়া এশিয়ান ট্র্যাক এ্যান্ড ফিল্ডে অংশ নিতে দু’সপ্তাহের উচ্চতর অনুশীলনের জন্য ভারতের ভুবনেশ্বর যাত্রা করলেন বাংলাদেশের ১৬ অ্যাথলেট। বাংলাদেশ দল পোর্ট এন্ট্রি ভিসা নিয়ে কোলকাতা, সেখান থেকে তারা ট্রেনে করে ভুবেনশ্বর যাবে। ১৬ অ্যাথলেটের সঙ্গে রয়েছেন জাম্প কোচ রফিকুল ইসলাম ও ফিল্ড ইভেন্ট কোচ হাফিজুর রহমান। ভুবনেশ্বরে যাওয়া অ্যাথলেটরা হলেন- মেসবাহ উদ্দিন, আবদুর রউফ, শরিফুল ইসলাম, মাসুদুল ইসলাম, শাহ ইমরান, মাসুদুল করিম, আলমগীর কবির, খন্দকার কিবরিয়া, কামরুল ইসলাম, ইসমাইল হোসেন, আল আমিন, সাজ্জাদ হোসেন, হেদায়েত হোসেন, সুস্মিতা ঘোষ, জিয়াসমিন আক্তার সুমি আক্তার। তবে সোহাগী আক্তার ও মাহফুজুর রহমান নৌবাহিনীর সিভিল খেলোয়াড়। তাই ভুবেনশ্বর পাঠাতে হলে তাদের ভিসা নিতে হবে। ভিসার জন্য কাগজপত্র জমা দেয়া হয়েছে। এ দু’অ্যাথলেটকে নিয়ে হার্ডলস কোচ মাহবুবা ইকবাল বেলী যাবেন ২০ জুন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।