Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিষিদ্ধ ক্ল্যাডিংই ব্যবহার করা হয়

| প্রকাশের সময় : ১৭ জুন, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : লন্ডনের গ্রেনফেল টাওয়ার ভবনে বৃষ্টি প্রতিরোধী যে প্রলেপ বা ক্ল্যাডিং ব্যবহার করা হয়েছিল তা যুক্তরাষ্ট্র আগেই বাজেয়াপ্ত করেছে। যুক্তরাষ্ট্রে নির্মিত ভবনে এ ধরনের ক্ল্যাডিং ব্যবহার নিষিদ্ধ। ব্রিটিশ সংবাদমাধ্যম এক প্রতিবেদনে খবরটি নিশ্চিত করা হয়েছে। আগুনের ভয়াবহতা দেখে ভবনটির নির্মাণের ধরন নিয়ে প্রশ্ন উঠেছে। ভবনটি নির্মাণে কোন কোন উপকরণ ব্যবহার করা হয়েছিল, সেগুলোতে কী ত্রæটি রয়েছে, কেনইবা আগুন ছড়িয়ে পড়ল তা খতিয়ে দেখা হচ্ছে। ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়, ২০১৬ সালের মে মাসে ভবনটির সংস্কার করার সময় এর বাইরে অ্যালুমিনিয়াম প্যানেল ব্যবহার করা হয়। অগ্নি নিরাপত্তাজনিত কারণে ৪০ ফুটের বেশি উঁচু ভবনে ওই প্রলেপ ব্যবহার করা যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ। ধারণা করা হয়, গ্রেনফেল টাওয়ার ভবনে যে প্যানেল ব্যবহারি করা হয়েছিল তা মার্কিন কোম্পানি রেইনোবন্ড-এর তৈরি করা। এ রেইনোবন্ড কোম্পানি তিন ধরনের প্যানেল তৈরি করে থাকে। এর মধ্যে একটি দাহ্য প্লাস্টিক কোর আর দুটি আগুন প্রতিরোধী কোর। ধারণা করা হচ্ছে, গ্রেনফেলের ভবনে অপেক্ষাকৃত সস্তা ও অনেক বেশি দাহ্য পলিথিলিন কোর ব্যবহার করেছেন ঠিকাদাররা। মার্কিন কোম্পানি রেইনোবন্ডের এক সেলসম্যান দ্য টাইমসকে বলেন, গ্রেনফেল টাওয়ারে যে ধরনের প্যানেল ব্যবহার করা হয়েছে তা যুক্তরাষ্ট্রের উঁচু ভবনে ব্যবহার নিষিদ্ধ। এর কারণ, এতে আগুন ও ধোঁয়া ছড়ায়। তিনি জানান, পলিথিলিন কোর (পিই ভার্সন) সাধারণত ছোটখাটো বাণিজ্যিক ভবন এবং পেট্রোল স্টেশনগুলোতে ব্যবহার করা হয়। উঁচু টাওয়ার কিংবা হাসপাতালের মতো বড় বড় ভবনে এ কোর ব্যবহার করা হয় না। ওই সেলসম্যান আরও বলেন, এফআর হলো অগ্নি প্রতিরোধক প্রলেপ, আর পিই কেবলই প্লাস্টিক। ইন্ডিপেনডেন্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ