Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিরোধিতা সত্তে¡ও জাপানে বিতর্কিত আইন পাস

| প্রকাশের সময় : ১৭ জুন, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সন্ত্রাস সংঘটনে ষড়যন্ত্র প্রতিরোধের লক্ষ্যে একটি বিতর্কিত আইন পাস করেছেন জাপানের আইনপ্রণেতারা। এতে কর্তৃপক্ষ কোনো অপরাধ সংঘটনে ষড়যন্ত্র নির্মূলের ক্ষমতা পাচ্ছে। তবে আইনটির অপব্যবহারের সম্ভাবনা নিয়ে শঙ্কিত বিশ্লেষকরা। কণ্ঠভোটে বিরোধিতা সত্তে¡ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের ক্ষমতাসীন জোট গত বৃহস্পতিবার পার্লামেন্টের উচ্চকক্ষে বিলটি পাস করে। সরকারের মতে, ২০২০ সালে অনুষ্ঠেয় অলিম্পিকের আগে নিরাপত্তা ব্যবস্থা উন্নত করা এবং জাপানের স্বাক্ষরিত জাতিসংঘের একটি চুক্তি অনুসরণের জন্য আইনটির প্রয়োজন রয়েছে। সমালোচকদের মতে, আইনটি নাগরিক স্বাধীনতা ক্ষুণœ করবে। এর ফলে নজরদারির অপব্যবহার ও নিরপরাধী নাগরিকদের লক্ষ্যবস্তুতে পরিণত করার আশঙ্কা রয়েছে। এরই মধ্যে আইনটির বিরুদ্ধে বিক্ষোভ দেখা দিয়েছে দেশটিতে। পার্লামেন্ট ভবনের বাইরে এক বিক্ষোভ সমাবেশে কয়েক হাজার বিক্ষোভকারী অংশগ্রহণ করে। পার্লামেন্টে অনুমোদিত আইনটি মূলত সংঘটিত অপরাধ চক্রের বিরুদ্ধে বিদ্যমান একটি আইনের সংশোধন। সংশোধিত আইনে ২৭৭টি আচরণকে অপরাধ হিসেবে গণ্য করা হবে। আইনের আওতায় অপরাধের প্রস্তুতি হিসেবে কোনো স্থান রেকি এবং তহবিল বা সামগ্রী সংগ্রহ নিষিদ্ধ করা হয়েছে। কোনো দলের একজন সদস্যকেও যদি অপরাধ ষড়যন্ত্রের সঙ্গে জড়িত পাওয়া যায়, তবে পুরো দলকেই অভিযুক্ত করা হতে পারে। এছাড়া সংঘবদ্ধ অপরাধ দলের অবৈধ স্বার্থ লালন ও স¤প্রসারণও নিষিদ্ধ করা হয়েছে। এর আগে জাপান আন্তঃদেশীয় সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে জাতিসংঘের একটি কনভেনশনে স্বাক্ষর করেছে। তবে কনভেনশনটি এখনো অনুমোদন পায়নি। অনুমোদন প্রক্রিয়া এগিয়ে নেয়ার জন্য নতুন আইনটির প্রয়োজন ছিল বলে জাপান সরকার জানিয়েছে। সাংবাদিকদের আবে জানান, এ আইনের ফলে জাপান সন্ত্রাস প্রতিরোধে আন্তর্জাতিক স¤প্রদায়ের সঙ্গে দৃঢ়ভাবে সহযোগিতা করতে পারবে। কয়েক মাস ধরেই আইনটি অনুমোদনের চেষ্টা করে আসছিল ক্ষমতাসীন জোট। প্রাথমিক খসড়ায় ৬৭৬টি অপরাধের তালিকা করা হলেও অবশেষে ২৭৭টি অপরাধ চূড়ান্ত করা হয়। তালিকায় সন্ত্রাসের মতো মারাত্মক অপরাধের ষড়যন্ত্রের পাশাপাশি আরো কয়েকটি লঘু অপরাধ যুক্ত হয়েছে, যার মধ্যে রয়েছেÑ সংগীত নকল, অ্যাপার্টমেন্ট ভবন নির্মাণের বিরুদ্ধে অবস্থান ধর্মঘট, জাল স্ট্যাপ ব্যবহার, লাইসেন্স ছাড়া মোটর বোট প্রতিযোগিতা, সংরক্ষিত বনে মাশরুম উত্তোলন ও ভোক্তা কর পরিশোধ এড়ানো। এনএইচকে, কিওডো, বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ