Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

ট্রাম্পের বিজয় প্রমাণ করে মার্কিনী ভোটাররা পরিবর্তন চাচ্ছিল : পুতিন

| প্রকাশের সময় : ১৭ জুন, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল এটাই প্রমাণ করে যে, মার্কিন ভোটাররা দেশটির রাজনীতির গুণগত পরিবর্তন চায়। রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন এক সাক্ষাৎকারের চতুর্থ ও শেষ কিস্তিতে একথা বলেন। গত বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রে এটি প্রচারিত হয়। সাক্ষাৎকারে তিনি বলেন, নির্বাচনের ফলাফলে এটা সুস্পষ্টভাবে বোঝা যায় যে, যুক্তরাষ্ট্রের জনগণ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন চায়। বেকারত্বের পাশাপাশি নিরাপত্তা সমস্যায় ভোগার কারণে এমনটি ঘটে। পুতিন বলেন, ট্রাম্প ও তার নির্বাচনী টিম প্রচারণার ক্ষেত্রে খুবই পেশাদারিত্বের পরিচয় দিয়েছে। তিনি আরো বলেন, ট্রাম্পের নির্বাচনী বক্তব্য দেখে আমার মনে হয়েছিল যে, কিছু কিছু ইস্যুতে তিনি বাড়াবাড়ি করছেন। কিন্তু পরে দেখা গেল যে, তিনি সঠিক কাজটি করেছেন। এ ফলাফল কেউ চ্যালেঞ্জ করতে পারবে বলে মনে করি না। অপর এক খবরে বলা হয়, রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন রসিকতা করে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) প্রধান জেমস কোমিকে মস্কোতে রাজনৈতিক আশ্রয় দেয়ার প্রস্তাব দিয়েছেন। গত বৃহস্পতিবার রুশ টেলিভিশন চ্যানেলে জনগণের সঙ্গে সরাসরি ফোনালাপ অনুষ্ঠানে তিনি এ প্রস্তাব দিয়েছেন। পুতিন বলেছেন, এটা খুব আশ্চর্য লাগে শুনতে যে, গোয়েন্দা সংস্থার প্রধান প্রেসিডেন্টের সঙ্গে আলাপচারিতার গোপন নোট রাখে এবং নিজেই বন্ধুর মাধ্যমে এটি গণমাধ্যমে ফাঁস করে দেয়। এ ব্যাপারে এডওয়ার্ড স্নোডেনের সঙ্গে তার ফারাকটা কোথায়? রুশ প্রেসিডেন্ট বলেন, এর মানে হচ্ছে, তিনি গোয়েন্দা সংস্থার প্রধান নন, বরং তিনি মানবাধিকার রক্ষা কর্মী। তিনি যদি চাপ অনুভব করেন তবে আমরা তাকে আনন্দের সঙ্গে রাজনৈতিক আশ্রয়ের প্রস্তাব দিচ্ছি। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপের চেষ্টা করেছিল। রাশিয়া অবশ্য এ অভিযোগ অস্বীকার করে আসছে। স¤প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী শিবিরের সঙ্গে রুশ কর্মকর্তাদের যোগাযোগের বিষয়টি তদন্ত করছে মার্কিন সিনেটের গোয়েন্দা বিষয়ক কমিটি। তাস, আরটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ