Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউরোপে সন্দেহভাজন জঙ্গি গ্রেফতারের হার বেড়েছে

| প্রকাশের সময় : ১৭ জুন, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইউরোপে গত তিন বছর যাবত সন্দেহভাজন জঙ্গি ও সন্ত্রাসী গ্রেফতারের ঘটনা ক্রমশ বাড়ছে। এর মধ্যে ২০১৬ সালে সর্বোচ্চ সংখ্যক সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতারের ঘটনা ঘটেছে। ইউরোপীয় পুলিশ সংস্থা ইউরোপোলের বার্ষিক ইইউ টেরোরিজম সিচুয়েশন অ্যান্ড ট্রেন্ড শীর্ষক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, ২০১৬ সালে মহাদেশজুড়ে সন্দেহভাজন জঙ্গি ও সন্ত্রাসী হিসেবে গ্রেফতার হয়েছেন ৭১৮ জন। ২০১৫ সালে এ সংখ্যা ছিল ৬৮৭ জন। আর ২০১৪ সালে গ্রেফতার হয়েছিলেন ৩৯৫ জন। এদিকে আগের তুলনায় সন্দেহভাজনদের গ্রেফতারের পরিমাণ বাড়লেও কমেছে বড় আকারের সন্ত্রাসী হামলার ঘটনা। ২০১৫ সালে ইউরোপে ১৭টি হামলার ঘটনা ঘটেছিল। বিপরীতে ২০১৬ সালে হামলা হয়েছে ১৩টি। এর মধ্যে ছয়টি হামলায় দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জিহাদি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। প্রতিবেদন অনুযায়ী, স¤প্রতি ইউরোপে সন্ত্রাসী হামলার ঘটনা কমলেও বেড়েছে উগ্র বাম ও ডানপন্থীদের দ্বারা সংঘটিত হামলার পরিমাণ। মহাদেশের ভবিষ্যতের জন্য এটিকে বড় হুমকি হিসেবে বিবেচনা করা হচ্ছে। সংস্থাটি বলছে, ২০১৬ সালে ইউরোপে সংঘটিত জঙ্গি ও সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন ১৪২ জন। আহত হয়েছে আরো ৩৭৯ জন। বিগত বছরের হামলাগুলোতে নারীদের অংশগ্রহণের হার বেড়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়েছে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ